Home লাইফস্টাইল Lakshmi Puja: মূর্তি ছাড়াও মা লক্ষ্মীকে আরো ৪ ভাবে পু’জো করা হয়,...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Lakshmi Puja: মূর্তি ছাড়াও মা লক্ষ্মীকে আরো ৪ ভাবে পু’জো করা হয়, জানেন কি?

এবার লক্ষ্মী পূজায় মেতেছে বাঙালি, বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপূজার পরে, বাঙালি মেতে উঠেছে ঘর পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার উদ্দেশ্যে।নিজেদের সাধ্যমত লক্ষ্মী দেবীর আরাধনায় মেতেছে প্রত্যেকেই, তবে এই লক্ষ্মী দেবীর পুজো নানানভাবে করা যেতে পারে, তা আমরা অনেকেই জানিনা। তবে বেশির ভাগই আমাদের বাড়িতে মূর্তিপূজার প্রচলন আছে। মূর্তি সে ছোট-বড়-মাঝারি যাই হোক না কেন ঘরে এনে পুজো করা হয় তাঁকে। তবে এ ছাড়াও আছে সরার লক্ষ্মী, আরি লক্ষী, কলার বেরের লক্ষী।

আসুন জেনে নেয়া যাক এই সমস্ত লক্ষ্মীপূজো আসলে কিভাবে করা হয়। প্রথমেই বলা যাক সড়ার লক্ষ্মী, এই হল পটচিত্র, অনেকের বাড়িতেই এই সরার পটচিত্রতে লক্ষী দেবীর আরাধনা করা হয়। তার সাথে থাকে জয়া বিজয়া সহ বেশকিছু অন্যান্যদের দেবীচিত্র। তবে সরারও আবারো বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন ঢাকার সরা শান্তিপুরের সরা ফরিদপুরের সরা। শুধু অঞ্চল ভেদে বদলে যায় এই সরাচিত্র। তবে লক্ষ্মী দেবীর সাথে থাকেন জয়া বিজয়া এবং রাধা কৃষ্ণ, আবার কোথাও তাকে সপরিবারে দুর্গা মূর্তির ছবি। ও আড়ি লক্ষ্মী বলতে সাধারণত ছোট্ট ঝুড়ি বা চুপড়িকে বুঝায়।

কাঠের দুটো সিঁদুর কৌটো লাল চেলি দিয়ে মুরে তাকে দেবী জ্ঞানে পূজা করা হয়। আর কলার বেরের লক্ষ্মী হল কলার বাকলকে গোল করে, নারকেলের নতুন কাঠি দিয়ে আটকানো হয়, যাকে দেখতে ঠিক চোঙের মত লাগে। তাতেই সিঁদুর দিয়ে আঁকা হয় স্বস্তিক চিহ্ন এবং এরপরে লক্ষ্মীর পা আঁকা আলপনার ওপর রাখা হয়, তারমধ্যে দেয়া হয় পঞ্চশস্য এবং শ্রীষ যুক্ত নারকেল এবং তাকে লাল চেলি দিয়ে ঢেকে বধু রূপে লক্ষ্মী জ্ঞানে পুজো করা হয়।

এছাড়াও আরও প্রকার লক্ষ্মী পুজো করা হয় তা হল পোড়া মাটির ঘটে। পোড়ামাটির ঘটে চাল বা জল ভরে সেটিকে লক্ষ্মীপুজো করেন অনেকে। এছাড়াও বিভিন্ন শাস্ত্র মতে লক্ষ্মীর ৮ রূপ সম্পর্কে জানা গেছে, যেমন আদ্যা লক্ষ্মী, সনাতন লক্ষ্মী,ধান্য লক্ষ্মী, ইত্যাদি এবং প্রচলিত মত অনুসারে প্রতি রূপে পুজো করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে বলে ধারণা সকলে।