সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কমে আসছে পৃথিবীর উজ্জ্বলতা, রীতিমতো উদ্বেগ প্র’কা’শ নাসার বিজ্ঞানীদের

সম্প্রতি জিওফিজিক্যাল গবেষণাপত্র নামক এক জার্নালে বিজ্ঞানীরা এক তথ্য প্রকাশ করেছেন।তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে বিগত ২০ বছরে প্রতি স্কোয়ার মিটারে এক ওয়াটেরও কম সূর্যের আলো প্রতিফলন হয়েছে। অর্থাৎ পৃথিবীর উজ্জ্বলতা ক্রমশ কমছে। পৃথিবী হয়ে যাচ্ছে ফ্যাকাসে। আর এর জন্য পৃথিবীতে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ও সমুদ্রের অত্যধিক উষ্ণতা বৃদ্ধিকেই মূলত দায়ী করেছেন বিজ্ঞানীরা।

আমরা সকলেই জানি, সূর্যের আলো পৃথিবীতে প্রতিফলিত হয়ে চাঁদ আলোকিত হয়। গবেষকরা বলছেন, মূলত দুটি বিষয়ের উপর সূর্য থেকে আসা রশ্মির পরিমাণ নির্ভর করে – ১) সূর্যের উজ্জ্বলতা ও ২) গ্রহের প্রতিফলন ক্ষমতা। গত কুড়ি বছরে পৃথিবী থেকে সূর্যরশ্মির প্রত্যাবর্তনের পরিমাণ বা অ্যালবেডো তাৎপর্যপূর্ণভাবে কমেছে।

দেখা গিয়েছে গত তিন বছরে তার হার সর্বোচ্চ। তাই পৃথিবীর অ্যালবেডো কমে যাওয়ায় উদ্বেগ দেখা দিচ্ছে। নাসার গবেষণায় দেখা গেছে, মূলত পূর্ব প্রশান্ত মহাসাগরে উজ্জ্বলতা বেশি কমেছে। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর প্রতিফলন প্রায় ০.৫ শতাংশ হ্রাস পেয়েছে। বর্তমানে সূর্যকিরণের মোট যত পরিমাণ তাপ পৃথিবীতে আসে তার মাত্র ৩০ শতাংশ রশ্মি পৃথিবী প্রতিফলন করে।