সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাকাশ যানের টয়লেট ভে’ঙে বি’প’ত্তি! ন্যাপি পরেই মা’টি’তে ফিরছেন মহাকাশচারীরা

নাসার মহাকাশ যান SpaceX মহাকাশের কক্ষপথ ছেড়ে পৃথিবীর মাটিতে ফিরতে চলেছে। এই সপ্তাহান্তেই তাঁদের মাটি ছোঁয়ার কথা।তবে নির্দেশ পাঠানো হয়েছে, নভশ্চরেদের ন্যাপি পরে ফিরতে হবে মাটিতে। আসলে মহাকাশে থাকাকালীন তাঁদের শৌচাগারের ক্যাপসুলটি বিগড়েছে। পৃথিবীতে ফেরত আসার সময় যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্যই এই পদক্ষেপ। নভশ্চরেরা শুক্রবার নিজের অক্ষ থেকে ওই মহাকাশযানে বসে সাংবাদিক বৈঠক করেছেন। তাতেই নাসার মহাকাশচারী মেগান ম্যাক আর্থার বলেছেন, বিষয়টা একটু অস্বস্তিকর হলেও আমরা সবটা ঠিক ঠাক করে নিতে পারব। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে প্রায় ঘণ্টা ২০ সময় লাগবে।

ম্যাক আর্থার এ দিন বলেন, “মহাকাশচারণ বিষয়টাই এমন যে নানা রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়েই যেতে হয়। এটা তারই অন্যতম একটা। আমরা সকলে যে এটা নিয়ে খুব ভয় পাচ্ছি বা ভাবছি তা একেবারেই নয়। ফরাসী মহাকাশচারী থোমা পেস্কে বলেন, গত ছ’মাস স্পেসস্টেশনে আমরা প্রচুর কাজ করেছি। এখানে পাওয়ার গ্রিড আপগ্রেড করার জন্য আমাদের বহুবার মহাকাশে হাঁটতে হয়েছে। রাশিয়ার পাঠানো বিশেষ যানটি ব্যবহার করতে গিয়ে কিছু অনিচ্ছাকৃত ভুলের ফলে আহতও হয়েছি অনেকে।

আরও কত কী! সে রকমই একটি ঘটনা ঘটল যখন দেখা গেল শৌচাগারের ক্যাপসুলটি থেকে তরল বেরতে শুরু করেছে। সেপ্টেম্বর নাগাদ দুর্ঘটনাটা প্রথম ঘটল। একটি টিউব খুলে গেল, এবং নীচের মেঝেতে তরল ছড়িয়ে পড়ল। মহাকাশযান স্পেসএক্স নিজেই বিষয়টা ঠিক করে নিতে পেরেছে। কিন্তু ঘটনা হল, একটি অংশ ব্যবহার অযোগ্য হয়ে গিয়েছে। তাতেই বিপত্তি।”ইঞ্জিনিয়াররা অবশ্য বলেছেন, “এতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। মহাকাশ যান নিরাপদে মাটি ছোঁবে। তবু সাবধানের মার নেই।”