সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাইকেল ক’রে বর গেলেন বি’য়ে’বা’ড়ি, চার হা’ত এক হ’লো অনলাইনে, নবদম্পতির বি’য়ে ভাইরাল

করোনার জেরে সব আনন্দ অনুষ্ঠান ডকে উঠেছে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে বিয়েবাড়ির অনুষ্ঠানে এখন সর্বোচ্চ ২০০ জন উপস্থিত থাকতে পারবেন। কিন্তু সেই সব সরকারি নির্দেশ সাধারণ মানুষ খুব একটা কখনোই মানেননি। তবে বর্ধমানের এক নবদম্পতি এই মুহুর্তে স্বাস্থ্যকেই সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাদের বিয়েতে আমন্ত্রিতদের মধ্যে সশরীরে উপস্থিত থাকতে পারলেন ১০০ জন। বাকিরা বিয়ে দেখলেন গুগল মিটে। বিয়ের দিন ফেসবুকে গুগল মিটের লিংক শেয়ার করেছিলেন পাত্র-পাত্রী। সেখানে আত্মীয়-পরিজনের সাথে সাথে নেটিজেনদের মধ্যে অনেকেই তাদের বিয়ে দেখলেন।

প্রযুক্তির এই দুনিয়ায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিয়ে সারা খুব একটা মুশকিল নয়। বর্ধমানের এই নবদম্পতির নাম সন্দীপন এবং অদিতি। কিন্তু বিয়েবাড়িতে খাবার দাবার বাদ দিলে হয় নাকি! তাই আমন্ত্রিত অতিথিদের মধ্যে যারা ঘরে বসে গুগল মিটে বিয়ে দেখলেন তাদের জন্য খাবার বাড়িতে পৌঁছে গেল জোমাটো থেকে। তবে এই বিয়েতে আরও বেশ কিছু চমক। পরিবেশের সুস্থতার কথা মাথায় রেখে গাড়ির বদলে বেশ কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে হবু বর বরযাত্রীদের নিয়ে বিয়ের আসরে হাজির হন।

এরূপ সিদ্ধান্তের কারণেই তিনি আজ নেট দুনিয়ায় ভাইরাল। সামাজিক মাধ্যমে রীতিমতো সেলিব্রিটি সুলভ প্রতিক্রিয়া পাচ্ছেন তারা। এ প্রসঙ্গে সন্দীপন বলেন তিনি দুটি কারণে এমন অভিনব পন্থা নিয়েছেন। এক, জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে বার্তা দিতে চেয়েছিলেন তিনি, তাই পরিবেশ এবং জ্বালানি বাঁচাতে সাইকেলের ভূমিকার কথা তুলে ধরেছেন। দুই, করোনার এই অতিমারির মধ্যে বিয়ে। তাই অনলাইন বিয়ের দ্বারস্থ হলেন। তাছাড়া মাসের শুরুতে পাত্র নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়ায় দুই পরিবারের আর কেউ ঝুঁকি নিতে চাননি।

সন্দীপন আরও বলেন, “আমরা যেন কাছে-পিঠে কোথাও গেলে তেল না পুড়িয়ে সাইকেলেই যাই, তাই এই ভাবনা। আমার সঙ্গে আছেন আরও ১১ বরযাত্রী। ওঁরাও সাইকেলেই কয়েক কিলোমিটার যাচ্ছেন আমার সঙ্গে”। অনলাইন বিয়ের এহেন আয়োজনে পাত্রীপক্ষও বেজায় খুশি। অল্পবিস্তর সমস্যা ছাড়া বড়োসড়ো কোনও গোলযোগ হয়নি এই অনলাইন বিয়েতে। নেটিজেনদের একাংশ সন্দীপন এবং অদিতির এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন।