সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের বি’শ্বে’র সবচেয়ে শ’ক্তি’শা’লী পাসপোর্টের ত’ক’মা পেল জাপান, ভারতের পাসপোর্ট ক’ত নম্বরে?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট রয়েছে কোন দেশে জানেন? আর ভারতের স্থান রয়েছে কোন তালিকায়? টানা পাঁচ বছর ধরেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এর তালিকায় একেবারে প্রথম স্থান দখল করে রাখল জাপান। এই তালিকায় আগের তুলনায় দুই ধাপ এগিয়ে গেল ভারত। তালিকার একেবারে নিচের দেশগুলির মধ্যে রয়েছে।

আফগানিস্তান ইরাক বাংলাদেশ এবং পাকিস্তান। বিশ্বের খুব কম রাষ্ট্র রয়েছে যারা একটি নির্দিষ্ট রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেন। আর ভিত্তিতেই প্রকাশিত হয় হেনলি পাসপোর্ট ইনডেক্স। এই তালিকার একেবারে প্রথমে অবস্থান করছে জাপান।

বিশ্বের মোট ২২৭ টি দেশ যাতে ১৯৩ দেশেই কোনরকম পাসপোর্ট ভিসা ব্যবহার না করে যাতায়াত করতে পারেন মানুষ। এক্ষেত্রে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া, প্রথম দুই স্থানে। তিনে রয়েছে জার্মানি এবং স্পেন।

আরো খবর: বা’স্ত’বে কি ছিল নোয়ার নৌকা? এই পাহাড়ে না’কি আছে নৌকার ধ্বং’সাব’শেষ? জানুন বি’শ’দে

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি এই তালিকায় সবসময় উপরের দিকেই থাকে কিন্তু অতিমারীর পর ইউরোপের বিভিন্ন দেশে বিদেশি নাগরিকদের ঢোকার ক্ষেত্রে নানান শর্তাবলী জারি করা হয়েছে।

গতবছরের তালিকায় ভারত-৮৭ নম্বরে অবস্থান করছিল এবারে ভারতের নম্বর ৮৫। ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে মোট ৫৯ টি দেশে ভিসা পাওয়া যায়। এক্ষেত্রে ভারতের সঙ্গে একই তালিকায় রয়েছে উজবেকিস্তান। তালিকার সবচেয়ে নিচে ১০৯ নম্বরে রয়েছে আফগানিস্তান।

তার আগে রয়েছে ইরাক। ইরাকের আগে নেপাল এবং বাংলাদেশের অবস্থান ১০৩ ও ১০১ নম্বরে। ১৭ বছরের তথ্যের ভিত্তিতে বানানো হয়েছে এই রেংকিং। শক্তিশালী দেশ হিসেবে গণ্য করা হয় তাদের যেখানে পাসপোর্ট এপ্লাই করলে খুব কম সময়ের মধ্যে পাওয়া যায় ভিসা।