সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশীয় এই সংস্থার কর্মীরা কেউ ছুটিতে থা’ক’লে বস কখনো ফো’ন করে বি’র’ক্ত করবে না

কয়েকদিনের কাজের ছুটি নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন মনোরম পরিবেশে। হয়তো হোটেলের ঝা চকচকে ঘরে সানরাইজ দেখছেন কিংবা পড়ন্ত বিকেলে সমুদ্র থেকে নুড়ি পাথর কুড়াচ্ছেন। এমন সময় হঠাৎ অফিস থেকে ফোন। সিনেমার মতন পরিবেশটাই এক লহমায় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। কিন্তু এবার আপনার জন্য সুখবর কারণ অফিসের বিরক্তিকর ফোন পাবেন না আর ছুটির সময়।

মোবাইলে যদি অফিসের বস ফোন করেন তবে তাকে দিতে হবে এক লক্ষ টাকার জরিমানা। মুম্বাইয়ের ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম নামে একটি সংস্থা এমনই নতুন নিয়ম জারি করেছে। এখানে বলা হয়েছে নিচু তলার কোন কর্মীকে ছুটির সময় বস ফোন করলেই তাকে ১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

কোন একজন কর্মী বা অনেক জনের অভাবে অফিসের দৈনন্দিন কাজ কিভাবে পরিচালিত হয় সেদিকেও মেপে দেখা হবে। কোন নির্দিষ্ট কর্মী অফিসে না থাকলে সমস্যায় পড়তে হয় অন্যান্য সহকর্মীদের। তাই বাধ্য হয়ে ফোনে কিংবা ভার্চুয়ালি সেই কর্মীকে কাজ সামলাতে হয়। কিন্তু এবার থেকে প্রত্যেককেই ব্যক্তি নির্ভর হতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের ওই সংস্থা।

আরো খবর: অরিজিৎ সিংয়ের মতোই শ্রুতিমধুর গ’লা বোন অমৃতা সিংয়ের, প্র’শং’সা’য় প’ঞ্চ’মু’খ শ্রোতারা

সারা বছর একজন কর্মীর কতটা ছুটি দরকার সেটা নির্ধারণ করবে ওই সংস্থা। তবে তাদের সাফ কথা, ছুটিতে গেলে কোনোভাবেই কর্মীকে ফোন করা যাবে না। এক সপ্তাহের একটি বাধ্যতামূলক ছুটি রয়েছে সংস্থা। বছরে একটি বার এক সপ্তাহের জন্য কাজ থেকে ছুটি নিয়ে দূরে বেরিয়ে আসতে পারেন কর্মীরা।

ওই সংস্থার প্রতিষ্ঠাতা জানিয়েছেন বছরে একবার সপ্তাহের জন্য লম্বা ছুটি উপভোগ করবেন কর্মীরা। ফোন করলেই জরিমানা করে কর্মীদের অবসরযাপনে বাধা সৃষ্টি করার ফল ভোগ করতে হবে। কর্মীদের মানসিকভাবে সবল রাখতে এমন নানান রকম পন্থা অবলম্বন করার পথে হাঁটছে এই সংস্থা।

প্রসঙ্গত ওয়ার্ক ফ্রম হোমের দৌলতে হোটেলে বাড়িতে ট্রেনে বসে নিজেদের কাজ সেরে নিতে পারছেন কর্মীরা। সে ক্ষেত্রে কাজ যেমন হচ্ছে সুষ্ঠু ঠিক তেমনি বড় বোঝা ঘাড়ে থাকছে না কর্মীদের। এই সংস্থা জানিয়ে দিয়েছে ওয়ার্ক ফ্রম হোম করতে হলেও এক সপ্তাহের ছুটি দেদার উপভোগ করতে পারবেন তাদের কর্মীরা।