সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যে নিয়ম মেনে শিক্ষক নি’য়ো’গ হয়নি, মে’নে নিলেন শিক্ষামন্ত্রী

এসএসসির দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গে জল ঘোলা কিছু কম হয়নি। কোটি কোটি টাকা প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় – এর ফ্ল্যাটে পাওয়া গেছে। গ্রেফতার হয়েছেন তিনি ও তাঁর বান্ধবী অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়। আর তাঁর পর থেকেই একে একে অনেক গুলো উচ্চ শিক্ষা পর্ষদের সদস্য কে গ্রেফতার করা হয়েছে যারা এই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন।

কিন্তু এত কিছু ঘটে গেলেও রাজ্য সরকার ও শিক্ষা পর্ষদ কিছুতেই এসএসসি নিয়ে যে দুর্নীতি হয়েছে তা মেনে নিচ্ছিলেন না। কিন্তু এই প্রথম শিক্ষা পর্ষদের গলায় শোনা গেলো অন্য সুর। অবশেষে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু স্বীকার করলেন রাজ্য শিক্ষক নিয়োগে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। এসএসসি চেয়ারম্যানকে পাশে বসিয়ে তিনি জানালেন, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর বেআইনিভাবে ক্রমতালিকা বহিভূর্ত প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে।

একইসঙ্গে এই ভুল শুধরে এও বলেন যে এই নিয়ে নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। আদালতের নির্দেশ মতোই সেই পদে নিয়োগ করা হবে। আইনবহির্ভূত ভাবে যাদের নিয়োগ করা হয়েছে তাদের চাকরি বাতিল করে দেওয়া হবে। পরিবর্তে যোগ্য চাকরি পার্থীদের নেওয়া হবে। এদিন শিক্ষামন্ত্রী বলেন, ”মহামান্য আদালতের নির্দেশে এসএসসি আরও কোনও গরমিল আছে কিনা খতিয়ে দেখছে। বেআইনি নিয়োগ থাকলে তা বাতিল করে তারপর যে শূন্য পদ সৃষ্টি হবে, তাতেই নয়া মেধাতালিকার স্থান অনুযায়ী পরপর নিয়োগ করার জন্য স্কুল সার্ভিস কমিশন প্রস্তুত আছে।

আরো পড়ুন: ঢেউয়ের মধ্যে খে’লা করছে ডলফিনের দল, ভিডিও দেখলেই মন ভা’লো হ’বে আপনার

এখনও পর্যন্ত নবম দশমে ১৮৩ এবং একাদশ-দ্বাদশে ৩৯ জন চাকরিপ্রার্থীর খোঁজ মিলেছে। যারা আইন বহির্ভূতভাবে মেরিট লিস্টে ক্রম ভেঙে চাকরি পেয়েছেন। ” অবশেষে স্বীকার করলেন তাঁরা যে বেআইনি ভাবে নিয়োগ হয়েছে। শুধু তাই নয় এদিন তিনি আরো জানান যে, ”আদালতের মতো আমরাও চাই দ্রুত সমস্ত জট কাটিয়ে নিয়োগ সম্পূর্ণ হোক। আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের কাছে আমরা আন্দোলন তোলার অনুরোধ জানাচ্ছি।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদ সৃষ্টিতে উদ্যত হয়েছে। সামনে দুর্গাপুজো মুখ্যমন্ত্রীর সদিচ্ছার উপর ভরসা রেখে আপনারা আন্দোলন তুলে নিন। পুজোয় পরিবারের সঙ্গে সময় কাটান “। প্রসঙ্গত উল্লেখ্য, এই রাজ্যের সরকারের উপর ভরসা চাকরি পার্থিরা রাখতে পারবে কিনা না জানলেও এটা সকলেই জানেন যে এবার যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করাতে উচ্চ শিক্ষা পর্ষদ বাধ্য থাকবেন। আদালতের রায় অমান্য করতে কিছুতেই পারবে না। তাই পরবর্তী নিয়োগ আবার কবে হবে সেই আসায় রয়েছেন চাকরিপ্রার্থীরা।