সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে উঁ’চু শিবমূর্তি, মহাদেব পায়ের ওপর পা তু’লে ব’সে আছেন

এক পায়ের ওপরে আরেক পা তুলে বসে রয়েছেন দেবাদিদেব মহাদেব। তার সাথেই রয়েছে তার ত্রিশূল। তিনি এমনভাবে বিরাজমান রয়েছেন যেন মনে হচ্ছে তিনি তার ত্রিনয়ন দিয়ে জগত সংসারের ক্ষেয়াল রাখছেন। এমনই একটি মূর্তি সম্প্রতি দেশে স্থাপন করা হয়েছে, যেটা কিনা দেশের মানচিত্রে এক নতুন পালক জুড়ল।

আমরা জানি স্ট্যাচু অফ ইউনিটি বিশ্বের উচ্চতম মূর্তি, যেটা আমাদের দেশ ভারতেই রয়েছে। সর্দার বল্লভ ভাই প্যাটেলের এই মূর্তি ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। এবার সেই মূর্তির সাথে শিবের এই মূর্তির তুলনা টানা হচ্ছে। স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা ১৮২ মিটার অর্থাৎ ৫৯৭ ফুট সেখানেইএ ই শিব মূর্তি ৩৭৯ ফুট।

তবে এটি বিশ্বের সবচেয়ে বড় শিবমূর্তি, যা তৈরী করতে সময় লেগেছে ১০ বছর। এই মূর্তির নাম দেওয়া হয়েছে বিশ্বাস স্বরুপম। গতকাল ২৯ অক্টোবর এই মূর্তির উদ্বোধন করা হয়েছে, আগামী ৬ ই নভেম্বর সেখানে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হবে বলেও জানা গেছে। বিশ্বের সবচেয়ে উচ্চতম শিবমূর্তি, যার প্রধান বিশেষত্ব ঝড় জলে কোনো ক্ষতিই হবে না।

বি’য়ে’র পর থেকেই শ্বশুরবাড়ির চা’পে না’জে’হা’ল ক্যাটরিনা, মনের ক’থা মু’খে বলেই ফেললেন অভিনেত্রী

২০ কিমি থেকে স্পষ্ট দেখা যাবে এই মূর্তি। রাজস্থানের রাজসমন্দ জেলার নাথদ্বারা শহরে স্থাপন করা হয়েছে এই মূর্তি। এই মূর্তি তৈরী করেছে টাট পদম সংস্থান নামে একটি সংগঠন। এই মূর্তি তৈরিতে খরচ হয়েছে ১০০ কোটিরও বেশি টাকা, মোট ৫১ বিঘা জমির ওপরে তৈরী করা হয়েছে এই মূর্তি।

মূর্তিটির স্থায়ীত্ব কাল রাখা হয়েছে ২৫০ বছর। এই মূর্তির গায়ে কোনো প্রাকৃতিক দুর্যোগ তেমন ভাবে দাগ কাটতে পারবে না, কারণ ২৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও মূর্তিটিকে কোনো ক্ষতি করতে পারবে না।