সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন্দ্রের ব’ড়ো সি’দ্ধা’ন্ত, আসছে কম্পোজিট LPG সিলিন্ডার, দাম ৭০০ টা’কা

ভারী ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দিন এখন অতীত। গ্রাহকদের ব্যবহারের সুবিধার্থে এবার কম্পোজিট এলপিজি সিলিন্ডার আনার পরিকল্পনা করছে গ্যাস বিপণনি সংস্থাগুলি। এই নতুন সিলিন্ডার আগের তুলনায় অনেক ভালো দেখতে হবে। আবার সিলিন্ডারে কতটা গ্যাস থাকছে তা বাইরে থেকেও দেখে বোঝা যাবে। সাংসদ হেমা মালিনী আজ এই নতুন কম্পোজিট সিলিন্ডার লঞ্চ করলেন।

এই নতুন কম্পোজিট সিলিন্ডার ১০ কেজি গ্যাস ধারণ করতে সক্ষম। এক একটি গ্যাস ভর্তি সিলিন্ডারের দাম পড়বে প্রায় ৭০০ টাকা। দিল্লি, বারাণসী, ফরিদাবাদ, জলন্ধর, জমশেদপুর, পটনা, মাইসোর, লুধিয়ানা, রায়পুর, রাঁচি, আহমেদাবাদ সহ মোট ২৮টি শহরে আপাতত এই সিলিন্ডারের সুবিধা পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্যাসের দাম কিন্তু কমছে না। যেহেতু কম্পোজিট সিলিন্ডারে কম পরিমাণ গ্যাস থাকছে তাই কম দামে ধার্য করা হয়েছে। এর আগে গত পয়লা সেপ্টেম্বর গ্যাসের দাম বৃদ্ধি করে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। যার ফলে ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হয়েছে ৯১১ টাকা। রান্নার গ্যাসের পাশাপাশি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা।

গত পয়লা জুলাই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল ২৫ টাকা। ফেব্রুয়ারি ও মার্চেও পরপর গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। যদিও এপ্রিল মাসে অবশ্য গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। বরং এপ্রিল মাসে দশ টাকা গ্যাসের দাম কমানো হয়েছিল।