সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজনৈতিক-মানসিক চা’পে কেরিয়ার শে’ষ, অভিনয় ছাড়লেন এই বাঙালি অভিনেতা

বলিউড হোক বা টলিউড যে কোনো ইন্ডাস্ট্রিতেই মাটি আঁকড়ে পড়ে থাকার জন্য অনেক কসরত করতে হয় তারকাদের। বিশেষ করে যাদের ইন্ডাস্ট্রিতে গডফাদার নেই। সব জায়গাতেই স্বজনপোষণের ছাপ স্পষ্ট। প্রতিযোগিতার আড়ালে নানা কঠিন পরিস্থিতির চাপে পড়ে সকলেই।

সবকিছু মুখ বুজে সহ্য করলে তো ভালো, আর তা না করে যদি তারা এই বিষয়ে ভুল করেও মুখ খোলেন, তাহলে তখনই অভিনয়ের দুনিয়ার গ্ল্যামারের আড়ালে থাকা নিকষ কালো অন্ধকার দুনিয়াটা গ্রাস করে। এবার টলিউডের সেই অন্ধকারের দিকের প্রকাশ ঘটালেন অভিনেতা প্রসূন গায়েন।

টলিউডের এই অভিনেতা ‘জুলফিকার’, ‘চ্যালেঞ্জ’, ‘প্রেম আমার’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘খাসি কথা’, ‘কানামাছি’ ইত্যাদি একাধিক সুপারহিট বাংলা ছবিতে পার্শ্বচরিত্রে কাজ করে গেছেন বহু দিন ধরে। ২০০৮ সালে বাংলা সিনেমা জগতে প্রথম পা রাখেন এই অভিনেতা। ধীরে ধীরে নিজের অভিনয় দিয়ে সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।

আরো পড়ুন: ওষুধ ছাড়াই মি’ট’বে অর্শের স’ম’স্যা, খে’তে হ’বে এই ৫ টি খাবার

কিছুদিন আগে পর্যন্ত তিনি আপাদমস্তক শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলেই দেখা যাবে নানান শ্যুটিং এর ছবি। কিছুদিন আগে তাঁর অভিনীত ‘প্রাপ্তি’ ছবিটি মুক্তি পেয়েছে। আবার কিছুদিন আগে তার আসন্ন ছবি ‘সদভূত অদ্ভুত’ এর শুটিংয়ের ছবিও তিনি নেটিজেনদের সাথে শেয়ার করেছিলেন। বারংবার নেটিজেনদের তিনি অনুরোধ করেন বাংলা ছবি দেখার জন্য। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছিলেন ‘আমরা ক্লান্তিহীন’।

তবে হঠাৎ করে ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত তিনি কেন নিলেন? এই প্রশ্নের উত্তরে অভিনেতা প্রসূন জানান, “দীর্ঘ কয়েক বছর এই সিনেমা ইন্ড্রাস্ট্রির সাথে যুক্ত। এবার হয়তো আমার বিরতি নেওয়ার সময় এসে গেছে। আমি এই জীবিকা থেকে স্বেচ্ছায় সরে আসছি। বিভিন্ন রকম মানসিক এবং রাজনৈতিক প্রভাব একজন শিল্পীর জীবনকে শেষ করে দেয়। আর এখন আমিও তার শিকার। তবুও এতদিন সকলকে মনোরঞ্জন করার চেষ্টা করেছি।”

প্রসূন আরও লিখেছেন, “কোনোদিনও কাউকে কিছু বলি নি। এমনকি কাউকে কোনো দোষও দিতে চাইনা। তবে হ্যাঁ, লড়তে লড়তে আমি হাঁপিয়ে উঠেছি। আর শক্তি নেই। এবার বাকি জীবনটুকু দূরে কোথাও… সব থেকে বড় ব্যাপার হল এই যে যেদিন থেকে মানুষ নিজেকে ভগবান ভাবতে শুরু করেছে, সেই দিন থেকেই চারিদিকে এত হিংসা, এত লড়াই। আর সব মানুষের মতো আমারও ধৈর্য্য শেষ হয়ে এল। যদি পারো তাহলে সকলে একজোট হোয়ো। আর ভালো থেকো সবাই”।

তাহলে দেখছেন তো রাজনৈতিক এবং মানসিক চাপের মুখে পড়ে অনিচ্ছা সত্ত্বেও মানুষ কে কত কি করতে হয়। আজ ঠিক সেই কারণেই টলিউডের এমন এক প্রতিভাবান অভিনেতাও ইন্ডাস্ট্রি ছাড়লেন। তাঁর এই সিদ্ধান্তের জন্য ভক্তরা একেবারেই প্রস্তুত ছিলেন না। তাই এখনও এমন একটা সংবাদ মানতে পারছেন না তারা।