সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যে কারণে বুলেট-এর এতো ডি’মা’ন্ড! এ’তো না’ম’ডা’ক, সেটিই বা’দ দিয়ে দি’চ্ছে Royal Enfield

বুলেট প্রেমীদের কাছে সুখবর। সম্প্রতি লঞ্চ হতে চলেছে Royal Enfield Classic 350 New Generation। খবর আছে চলতি মাসের শেষেই মার্কেটে আসতে চলেছে এই বুলেট।

Royal Enfield মোটরসাইকেলের অনেক মালিক মনে করেন “যদি কিক স্টার্ট দিয়ে বুলেটই না চালালাম, তাহলে আর বুলেট চালানোর মজা কোথায় রইল?” তাদের মতে, বুলেটে স্টার্ট দেওয়াটাও একটা আর্ট। বুলেট-এর যত নামডাক রয়েছে তা এই কিক স্টার্ট-এর জন্য। যদিও বেশ অনেকদিনই হল বুলেট সেলফ স্টার্ট নিয়ে হাজির হয়েছে। এখনও অনেক পুরনো বুলেট রয়েছে বহু বুলেটপ্রেমীদের কাছে । সেই কারণে তাঁরা এখনও কিক স্টার্ট দিয়ে বুলেট চালিয়ে নিজেদের শখ পূরণ করতে পারেন।

Classic 350 New Generation-এ DOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে Meteor 350-এর মতো। Classic 350 New Generation পাল্লা দিতে পারে Honda H’Ness CB350-এর সঙ্গে। Classic 350 New Generation বেশ কয়েকবার টেস্ট ড্রাইভের সময় দেখা গিয়েছে।এবার কিক স্টার্ট বাদ দিয়েছে Royal Enfield।