সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Nano-র সঙ্গে Thar-র মুখোমুখি ট’ক্ক’র, Thar-র অবস্থা দেখলে অ’বা’ক হতে বা’ধ্য আপনি!

সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছিল একটি টাটা ন্যানো গাড়ি mahindra থার গাড়িতে রীতিমতো টেক্কা দিয়ে এগিয়ে চলেছে। ওইটুকু ছোট গাড়ি কত বড় গাড়িকে টক্কর দিয়েছে। দুটি গাড়ির মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনা হলেও কারোর তেমন ক্ষতি হয়নি। টাটা গ্রুপের গাড়ি নানো এবং অন্য আরেকটি হলেও মাহিন্দ্রা কোম্পানির গাড়ি কার থার।

এই দুটি গাড়ির বিষয়ে এক গুরুত্বপূর্ণ খবর ন্যানো কার মাত্র এক লাখ টাকার বিনিময়ে বাজারে পাওয়া যাবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু লাখ টাকার অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। এই গাড়ি গুলি দেখতে অনেকটা বিটল কারের মত তবে মহিন্দ্রা কোম্পানির থর লাখ টাকার প্রতিশ্রুতি দেওয়ার পরেও বাজারে আর লঞ্চ করা হয়নি।

এই গাড়ি বরং বাজারে বেশ বেশি দামে বিক্রি করা হচ্ছে। এই গাড়িগুলি দেখতে হামভিড় মত। ন্যানো কার তৈরি করা হয়েছিল মধ্যবিত্তদের কথা মাথায় রেখে। কিন্তু থর গাড়ি, বিশেষত এডভেঞ্চার এবং ট্রেকিং করবার জন্য তৈরি করা হয়েছিল। কিছুটা উচ্চবৃত্ত মানুষদের কথা মাথায় রেখে এই গাড়ি তৈরি করা হয়েছে।

আরো খবর: এই মাছ গিরগিটির মতো মু’হূ’র্তে রং বদল করে, কাউকে কা’ম’ড় দিলেই কে’ল্লা’ফ’তে!

অনেকে বলে থাকেন ন্যানো গাড়িতে সহজেই নাকি আগুন ধরে যায় আবার থর গাড়ি নিয়ে বলা হয় মাঝেমধ্যেই এই গাড়ি এক্সিডেন্ট করে। এরই মধ্যে এই দুটি গাড়ির দুর্ঘটনার ঘটনায় রীতিমতো উৎকণ্ঠা তৈরি হয়েছে মানুষের মধ্যে। এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে ছত্রিশগড়ে।

সেখানে দুর্গ এলাকায় থর এবং ন্যানো গাড়ি পরস্পরকে ধাক্কা মারে এতে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। থর গাড়ির স্পিড ন্যানোর তুলনায় অনেক বেশি এছাড়া এর ইঞ্জিনেও নানান রকম ত্রুটি থাকে।

থর গাড়ি একেবারে নতুন গাড়ি ছিল। রাস্তায় চালানোর কিছুদিন আগেই শোরুম থেকে নিয়ে আসা হয়েছিল এই গাড়ি। গাড়িতে নম্বর প্লেট লাগানো ছিল। অথচ ন্যানো অপেক্ষাকৃত ছোট গাড়ি হলেও এক্সিডেন্ট এরপর মাথা তুলে দাঁড়িয়ে ছিল।