সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিভাবে এ’তো সহজে ক’রো’না’র ওষুধ বি’লি করছেন সোনু সুদ? ত’দ’ন্তে’র নি’র্দে’শ দিলো বোম্বে হাইকোর্ট

করোনাকালে সাধারণ মানুষের জন্য মসিহা হয়ে উঠেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। করোনা নিপীড়িত মানুষদের সাহায্য করার জন্য তিনি তার সাহায্যের হাত বাড়িয়েই রেখেছেন। যখন যেখান থেকে সাহায্যের আবেদন আসছে তিনি সেখানে চিকিৎসার জন্য জরুরী পরিষেবা যেমন অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স, করোনার চিকিৎসা জন্য প্রয়োজনীয় ওষুধ নিয়ে পৌঁছে যাচ্ছেন। আর এমনটা করতে গিয়েই সম্প্রতি বোম্বে হাইকোর্টের সমালোচনার সম্মুখীন হতে হলো তাকে।

সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদনের বার্তা পাওয়া মাত্রই করোনা চিকিৎসার জন্য জরুরী ওষুধ পৌঁছে দিচ্ছেন সোনু এবং তার টিম। সরকারের তালিকায় নথিভূক্তই নেই, এমন সংস্থা থেকেও ওষুধ জোগাড় করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বোম্বে হাইকোর্টের অভিযোগ, ওষুধ ভেজাল কিনা তা খতিয়েও দেখছেন না সোনু সুদ। অথচ সেই ওষুধগুলি করোনা আক্রান্ত রোগীর কাছে তারা পৌঁছে দিচ্ছেন!

বোম্বে হাইকোর্ট সোনু সুদ এবং কংগ্রেস বিধায়ক জিসান সিদ্দিকীর কড়া সমালোচনা করে আদালতে বলে যে, সোনু সুদের মতো তারকারা নিজেদের সত্যি সত্যিই দেবদূত ভাবতে শুরু করেছেন। করোনা মোকাবিলার জন্য ওষুধ এবং ইঞ্জেকশন ডাক্তারদের হাতিয়ার। সাহায্যের আবেদন পেলেই তারা সেগুলি যেখান থেকে খুশি জোগাড় করে পাঠিয়ে দিচ্ছেন। একবারও খতিয়ে দেখছেন না সেই ওষুধ এবং ইঞ্জেকশন ভেজাল কিনা!

লাইফ লাইন মেডিকেল হাসপাতালে একটি দোকান থেকে রেমডিসিভির কিনেছিলেন সোনু সুদ। এই দোকান সরকারের নথিভূক্ত নয় বলে জানা যাচ্ছে। পাশাপাশি কংগ্রেস বিধায়ক জিসান সিদ্দিকীও বিডিআর ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বেশ কিছু মানুষকে সাহায্য করেছেন। হাইকোর্টের বক্তব্য, করোনা পরিস্থিতি সামাল দিতে সরকার আপ্রাণ চেষ্টা করছে। অপরপক্ষে তারকারা নিজেদের আলাদাই এজেন্সি খুলে বসেছেন! হাইকোর্টে এভাবেই সমালোচিত হতে হয়েছে সোনু সুদকে।