সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মাছ গিরগিটির মতো মু’হূ’র্তে রং বদল করে, কাউকে কা’ম’ড় দিলেই কে’ল্লা’ফ’তে!

গিরগিটি যে রং পরিবর্তন করতে পারে তা সবাই জানেন কিন্তু মাছ যে রং পরিবর্তন করে সেটা কি জানা আছে। এই বিশ্বে নানান রকম মাছ রয়েছে তার সবার নাম আমাদের জানা সম্ভব নয়। তবে সব মাছ আমরা খাই না। আজ এমন এক মাছের কথা বলব সেই মাছ শুধুমাত্র পাওয়া যায় গভীর সমুদ্রে। এই মাছ গিরগিটির মতো কয়েক মিনিটে মিনিটে রং পরিবর্তন করতে পারে।

এর নাম স্করপিওন ফিশ। এই মাছ কখনো খাবার হিসেবে গ্রহণ করা যায় না অনেকে একুরিয়ামের মধ্যে সাজিয়ে রাখেন এই মাছ। বিষাক্ত প্রজাতির একটি মাছ গভীর সমুদ্রেই একমাত্র দেখা যায় তাদের। বিশেষ করে ভারত ও প্রশান্ত মহাসাগরেই এই মাছের দেখা পাওয়া যায়। মাছের শরীরে রয়েছে বিষাক্ত সুর।

ওই সুর যদি কারোর শরীরে প্রবেশ করে তবে মানুষ পঙ্গু হয়ে যেতে পারে এমনকি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। এই মাছ বিরল প্রজাতির এরা সমুদ্রে বিচরণের সময় শিকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করবার জন্য রং পরিবর্তন করে থাকে। ২০২০ সালের সেন্ট্রাল মেরিন ফিসারিজ ইনস্টিটিউট এর বিজ্ঞানীরা এই মাছের সন্ধান পেয়েছিলেন ভারত মহাসাগরে।

আরো খবর: দেশের এই দুই স্টেশনের দূরত্ব অ’তি’ক্র’ম করতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, রয়েছে আপনার শহর কলকাতাতেই

সামুদ্রিক ঘাসের মধ্যে লুকিয়ে ছিল এই মাছেরা। তখন তার গায়ের রং ছিল সবুজ। আবার যখন জলের গভীরে খেলা করছিল তখন তাদের গায়ের রঙ ছিল কালো। এভাবেই নিজেদের আকার আকৃতি রং পরিবর্তন করতে পারে এই মাছ।

এই মাছ দেখতে খানিকটা অক্টোপাসের মতন হয়।। এই মাছ সহজে ধরা যায় না। তবে অনেকেই এই মাছ ধরে সাজিয়ে রাখেন একুরিয়ামের মধ্যে। অনেকে আবার মনে করেন এই মাছ দেখা নাকি সৌভাগ্য।