সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ক’য়ে’ক সেকেন্ডে আঙ্গুল টে’স্ট করেই জানুন আপনি ফুসফুসের ক্যা’ন্সা’রে আ’ক্রা’ন্ত কি না!

আজকাল ক্যান্সার একটি নিত্য নৈমিত্তিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে ফুসফুসের ক্যান্সার একটি অত্যন্ত গুরুতর ব্যাধি। তবে জানেন কি ফুসফুসে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা তা জানার জন্য একটিমাত্র আঙ্গুলের পরীক্ষা করলেই হয়? একে বলে ফিঙ্গার ক্লাবিং টেস্ট। যার মাধ্যমে আপনি ফুসফুসের ক্যান্সারের লক্ষণ বুঝতে পারবেন।

যদি আঙুল অথবা নখের জায়গা অতিরিক্ত ফুলে যায় কিংবা জল জমে যায় তাহলে তা ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে। ফুসফুস অথবা হার্ট সম্পর্কিত রোগ ক্যান্সার বা মেসোথেলিওমা রোগের লক্ষণ হতে পারে এই উপসর্গ। থাইরয়েড বা আলসারেটিভ কোলাইটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যেও অবশ্য এই রোগ লক্ষণ দেখা যায়।

How the 'diamond gap' finger test can tell you if you're at risk of lung  cancer - thejjReport

এই পরীক্ষা করানোর জন্য এক হাতের বুড়ো আঙুল এবং অন্য হাতের তর্জনী সংযুক্ত করতে হবে। বুড়ো আঙুল এবং আহুল একসাথে লেগে যাওয়ার পরে যদি আপনার আঙ্গুলের ফাঁকে হীরের আকৃতি তৈরি হয় তাহলে তাহলেই চিন্তার বিষয়। এটা হলে আপনাকে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফিঙ্গার ক্লাবিং ডেভেলপ হতে কয়েক বছর সময় লাগতে পারে।

ক্যান্সার রিসার্চ ইউকের তরফ থেকে জানানো হয়েছে, এটি একটি অত্যন্ত কার্যকরী পরীক্ষা পদ্ধতি। যদি আপনি এতে সন্দেহজনক কিছু দেখেন তাহলে আপনাকে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। ফুসফুস বা হার্ট পরীক্ষা করার জন্য চিকিৎসক বুকের এক্সরে করার  সুপারিশ করতে হবে।