সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কি ত’বে কলকাতাতেও ও’মি’ক্র’ন? ব্রিটেন থেকে আ’গ’ত তরুণীকে নিয়ে চা’ঞ্চ’ল্য

আরো একবার ফিরে আসতে চলেছে ক’রো’না’র আতঙ্ক। ক’রো’না’র নতুন রূপ ও’মি’ক্র’ন নিয়ে ইতিমধ্যেই চিকিৎসক মহলে সাড়া পড়ে গেছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই এই নতুন রোগ নিজের রূপ দেখাতে শুরু করেছে। কিন্তু সম্প্রতি একটি খবর আমাদের আরো বেশি দুশ্চিন্তাগ্রস্ত করে দিল তা হলো কলকাতায় ইতিমধ্যেই পাওয়া গেছে এই ভা’ইরা’সে’র আক্রান্ত রোগী।

কিন্তু এবার প্রশ্ন হল কী করে এই ভা’ই’রা’স প্রবেশ করল কলকাতায়? কি করে পজিটিভ অবস্থায় কলকাতা বিমানবন্দরে এলেন ব্রিটেন ফেরত এই তরুণী? কলকাতা বিমানবন্দরে ক’রো’না’ভা’ই’রা’স পরীক্ষা করতে না করতেই রিপোর্ট পজেটিভ। সঙ্গে সঙ্গে তরুণীকে ভর্তি করা হল বেলেঘাটা আইডি হাসপাতাল। এ ঘটনায় চূড়ান্ত সর্তকতা জারি হয়েছে কলকাতা জুড়ে।

ওই তরুণীর জিনোম সিকোয়েন্স ক’রা’নো’র পরামর্শ দেওয়া হয়। এমনকি বিমানে আসা প্রত্যেক যাত্রীদের rt-pcr পরীক্ষা করানোর পর ছেড়ে দিলেও বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। আজ থেকেই ওই যাত্রীদের প্রত্যেকের উপর নজর রাখবে স্বাস্থ্য দপ্তর।

ওই তরুণী চিকিৎসায় আইডির বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কৌশিক চৌধুরীর নেতৃত্বে যে টিম গঠন করা হয়েছে তারা আগামী সাতদিন তরুণীকে পর্যবেক্ষণে রাখবেন। তবে পরীক্ষার ফলে যদি নতুন ভা’ই’রা’স এর ফলাফল নজরে পড়ে তাহলে কিন্তু সফররত প্রত্যেক যাত্রীদের আপাতত বাড়িতেই থাকতে হবে। রি’পো’র্ট প’জি’টি’ভ হলে আলিপুর এর বাসিন্দা ওই তরুণী হবে রাজ্যের প্রথম ও’মি’ক্র’ণ আক্রান্ত।

দোহা থেকে কলকাতাগামী কাতার এয়ারওয়েজের যে বিমান কলকাতায় এসে পৌঁছায় সেই বিমানের যাত্রী ছিলেন ওই তরুণী। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে ক’রো’না পজিটিভ এই তরুণী বিমানে উঠলেন? ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ আরো বেশি সতর্ক হয়েছেন। গোটা বিমানবন্দরকে ইতিমধ্যেই স্যানিটাইজার কাজ শুরু হয়ে গেছে। স্বাস্থ্য পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে। এই তরুণী থেকে ভা’ই’রা’স আর কোথাও ছড়িয়ে পড়েছে কিনা তা ইতিমধ্যেই খোঁজ নেওয়া শুরু হয়ে গেছে।