সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ’য়’ঙ্ক’র অবস্থা চীনে, মানুষের দু-গালে দুরকম তাপমাত্রা! মা’থা’য় হাত চিকিৎসকদের

চিনে এখন করোনা বিস্ফোরণ। পশ্চিমী গবেষকরা এমনটাই দাবি করেছেন। ইতিমধ্যেই এক নাবালকের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে তার বাবাকে গালে থার্মোমিটার স্পর্শ করে দেহের তাপমাত্রা মাপতে দেখা গিয়েছে। ভিডিয়ো অনুযায়ী, দুই গালে স্পর্শ করলে আলাদা আলাদা তাপমাত্রা দেখিয়েছে থার্মোমিটার।

আবার কপালে থার্মোমিটার দিলে, অন্যরকম তাপমাত্রা এসেছে। থার্মোমিটারে দেহের এক এক অঙ্গের এক এক রকমের তাপমাত্রা আসার কারণ অবশ্য ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

করোনার নতুন ভ্যারিয়্য়ান্টের কারণেই এমনটা হচ্ছে বলে অনুমান তাঁদের। গত ২০ ডিসেম্বর লিওয়ানিং প্রদেশের বাসিন্দা ওই নাবালক অসুস্থ হয়ে পড়ে। তার মারাত্মক জ্বর আগে। তখন ঘরেই তার দেহের তাপমাত্রা মাপতে যান পরিবারের সদস্যরা।

আরো খবর: অন্য কা’রো বিয়েতে কোনোদিন না’চ’বে’ন না কঙ্গনা, মো’টা অংকের প্র’স্তা’ব ফিরিয়েছেন বহুবার

সেখানেই বিষয়টি সকলের নজরে আসে। এর পর চিকিৎসকদের কাছে ছোটেন তাঁরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের দাবি, কোভিড সংক্রমণের কারণেই ওই নাবালকের দেহে এন্ডোক্রিন ডিসঅর্ডার দেখা দিয়েছে।

সেই কারণেই দেহের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তাপমাত্রা দেখা গিয়েছে। এই ধরনের ডিসঅর্ডার শরীরের জন্যে মোটেই ভাল নয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা।