সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বব্যাপী IT মানচিত্রে TCS দ্বিতীয় স্থা’নে, জানুন প্রথম স্থা’নে কো’ন কোম্পানি

ব্র্যান্ড ফাইন্যান্স ২০২২ রিপোর্ট অনুসারে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান আইটি ব্র্যান্ডের তকমা পেল Tata Consultancy Services (TCS)। বিশ্বব্যাপী আইটি পরিষেবা খ্যাত হওয়ার জন্যই এই মান পেয়েছে সংস্থা।

রিপোর্টে বলা হয়েছে, এই তালিকায় সবার ওপরে রয়েছে Accenture। বিশ্বের সবচেয়ে মূল্যবান ও শক্তিশালী আইটি পরিষেবা ব্র্যান্ড এটি। রেকর্ড ৩৬.২ বিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালু ধরে রেখেছে কোম্পানি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে Infosys। গত বছর থেকে এই সংস্থার ৫২ শতাংশ ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি হয়েছে। পাশাপাশি ২০২০ সাল থেকে ৮০ শতাংশ ১২.৮ বিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সক্ষম হয়েছে কোম্পানি।

IBM এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। কোম্পানির সাফল্য নিয়ে মুখ খুলেছে TCS। কোম্পানির তরফে বলা হয়েছে, এই বৃদ্ধির জন্য কোম্পানির ব্র্যান্ড, কর্মীদের শ্রম, গ্রাহক তথা ইক্যুইটি হোল্ডারদের অবদান রয়েছে।

ব্র্যান্ড ফাইন্যান্সের রিপোর্ট অনুসারে, TCS ও Infosys ছাড়াও বিশ্বব্যাপী সেরা আইটি পরিষেবার ক্লাবে আরও চারটি ভারতীয় ব্র্যান্ডের নাম উঠে এসেছে – Wipro (7th), HCL (8th), Tech Mahindra (15th) ও LTI (22nd)। রিপোর্ট বলছে, ২০২০-২০২২ সালের মধ্যে শীর্ষ ১০টি আইটি পরিষেবা ব্র্যান্ডের মধ্যে ৬টি ভারতীয় ব্র্যান্ড স্থান পেয়েছে। কারণ ভারতীয় আইটি পরিষেবা ব্র্যান্ডগুলি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত গড় বৃদ্ধি ৫১ শতাংশ বেড়েছে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলি তুলনামূলকভাবে ৭ শতাংশ হ্রাস পেয়েছে।