সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TCS: ৪০,০০০-এর বেশি লোকেদের চা’ক’রি দেবে সং’স্থা, কো’ভি’ড পরিস্থিতিতে সুখবর দি’লো টাটা গ্রু’প

চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর শোনালো টাটা কনসালটেন্সি সার্ভিসেস। চলতি অর্থবছরের মধ্যেই দেশব্যাপী ক্যাম্পাসিংয়ের মাধ্যমে প্রায় ৪০,০০০-এরও বেশি ফ্রেশারকে নিয়োগ করা হতে চলেছে বই জানানো হয়েছে। টিসিএসের বিশ্বব্যাপী মানব সম্পদ (হিউম্যান রিসোর্স) বিভাগের প্রধান মিলিন্দ লাক্কাড় সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে শোনালেন এই সুখবর। তিনি জানাচ্ছেন গত বছরের মতোই এ বছরেও প্রচুর কর্মী নিয়োগ করা হবে টিসিএসের তরফ থেকে।

সংশ্লিষ্ট বিভাগের কর্ণধার জানালেন, গত ২০২০-২১ অর্থবর্ষে দেশের বিভিন্ন প্রান্তের কলেজ থেকে ৪০,০০০ জনকে টিসিএস বিভাগে কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল। চলতি অর্থবছরে সেই সংখ্যাটা আরো বাড়ানো হবে। এই নিয়োগের ক্ষেত্রে করোনা মহামারীর তেমন প্রভাব পড়বে না বলেই তিনি জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন গত অর্থবছরে ভার্চুয়ালি এন্ট্রাস দিয়েছিলেন ৩.৬ লাখ প্রার্থী। দেশব্যাপী ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ৪০ হাজার প্রার্থীকে নিয়োগ করা হয়েছিল।

গত বছরের মতো এই বছরেও ভারতে ৪০,০০০-এরও বেশি গ্র্যাজুয়েট পাশ করা প্রার্থীকে নিজ দপ্তরে নিয়োগ করতে চলেছে টিসিএস। গত বছর আমেরিকার কলেজের ক্যাম্পাস থেকে ২,০০০ ট্রেনিকে নিযুক্ত করা হয়েছিল। চলতি বছরে সেই সংখাটাও বাড়বে বলে তিনি জানিয়েছেন। ভারতের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থার চিফ অপারেটিং অফিসার এন গণপতি সুব্রমনিয়াম ভারতীয় প্রার্থীদের প্রতিভাকে ‘বিস্ময়কর’ আখ্যা দিয়ে বললেন, ভারতবর্ষে প্রতিভার কোনো অভাব নেই।

প্রসঙ্গত চলতি বছরের জুন ত্রৈমাসিকেই টাটা কনসালটেন্সি সার্ভিসেসে (টিসিএস) কর্মীর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গিয়েছে। ৩০ জুন পর্যন্ত বিশ্বব্যাপী টিসিএস কর্মীর সংখ্যা ছিল ৫০৯,০৫৮। এই মুহূর্তে টাটা কনসালটেন্সির আওতায় বিশ্বের ১৫৫ টি দেশের কর্মী কাজ করছেন। টাটা গ্রুপের তরফ থেকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত কর্মীদের মধ্যে প্রায় ৩৬.২ শতাংশই মহিলা কর্মী রয়েছেন।