সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মানুষের কু-নজর থে’কে বাঁ’চ’তে বাড়িতে গাছ লা’গা’ন, বাস্তুমতে জানুন কোন গাছ শু’ভ আপনার প’ক্ষে

কুনজর থেকে বাঁচার উপায় হিসেবে অনেকেই অনেক টোটকা মেনে চলেন। জ্যোতিষশাস্ত্র মতে এমন বেশ কিছু টিপস রয়েছে যা সুখের সংসারে বাইরের কারোর কুনজর পড়তে দেয় না। বাস্তু দোষ কাটাতে অনেকেই বাড়িতে বিভিন্ন রকমের গাছ লাগান। এক নজরে জেনে নিন বাস্তুশাস্ত্র মতে কোন কোন গাছ লাগানো শুভ বলে মানা হয়।

তুলসী গাছ : হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ অত্যন্ত পবিত্র। বাড়িতে তুলসী গাছ লাগালে সকলের কুনজর থেকে মুক্তি পাওয়া যায়। বাড়ির প্রবেশদ্বারের সামনে এজন্য তুলসী গাছ লাগানোর প্রচলন রয়েছে। প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিতে হয়। সন্ধ্যায় সন্ধ্যাপ্রদীপ দিতে হয় এতে সংসারে সুখ শান্তি বজায় থাকে।

মানিপ্লান্ট : আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচতে বাড়িতে অনেকেই মানিপ্লান্ট লাগান। উত্তর-পূর্ব দিকে মানিপ্লান্ট গাছ লাগানো উচিত নয়। এতে আর্থিক ক্ষতি হয়। এই গাছ সবসময় ঘরের দক্ষিণ-পূর্ব দিকে লাগানো উচিত। এতে মা লক্ষ্মীর কৃপা হয় এবং আর্থিক বৃদ্ধি হতে থাকে।

জুঁই গাছ : সুগন্ধি ফুলের গাছ যদি বাড়িতে লাগান তাহলে নেতিবাচক শক্তির অবসান হয়। এই গাছ লাগালে সংসারে সুখ শান্তি বজায় থাকে। কারোর নজর পড়ে না। বাড়ির দক্ষিণ দিকে জুঁই ফুলের গাছ লাগানো উচিত। এতে গৃহের সৌন্দর্য বৃদ্ধি হয়।