সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যাত্রী’বাহী গা’ড়ি বি’ক্রি’র নি’রি’খে এক মাসে ন’তু’ন রে’ক’র্ড গ’ড়’ল Tata Motors

যাত্রীবাহী গাড়ি বিক্রির নিরিখে এক মাসে নতুন রেকর্ড গড়ল Tata Motors

করোনা অতিমারি পেরিয়ে ধীরে ধীরে যে ভারতের অটো সেক্টর ঘুরে দাঁড়াচ্ছে, টাটার গাড়ি বিক্রির জনপ্রিয়তা তা প্রমাণ করে। আসলে কোভিড অতিমারি জন্য অনেকেই গণ-পরিবহন ব্যবহার করতে চাইছেন না। তাঁদের অনেকেরই পছন্দ নিজেদের দু চাকা কিংবা চার চাকা।

ঠিক সেই কারণেই গাড়ি বিক্রির পরিমাণ বাড়ছে ধীরে ধীরে। 2022 সালের জানুয়ারিতে ফের Tata Motors এর গাড়ি বিক্রি বিপুল পরিমাণে বাড়ল। বিশ্ব বাজারে বিক্রি সহ 2021 সালের জানুয়ারি মাসের তুলনায় চলতি বছর জানুয়ারিতে কোম্পানির গাড়ি বিক্রি বেড়েছে 27 শতাংশ। গত মাসে মোট 76,210 টি গাড়ি বিক্রি করেছে ভারতের কোম্পানিটি। এর মধ্যে যাত্রীবাহী গাড়ির সংখ্যা 40,777 টি।

এক মাসে যাত্রীবাহী গাড়ি বিক্রির নিরিখে এটা কোম্পানির নতুন রেকর্ড। 2021 সালের জানুয়ারিতে মোট 26,978 টি যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছিল কোম্পানিটি। চলতি বছরে কোম্পানির এই বিশাল সাফল্যের পিছনে Tata Nexon ও Tata Punch এর বড় ভূমিকা রয়েছে। এই মুহূর্তে দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি Tata Nexon। এছাড়াও Tata Punch এর জনপ্রিয়তাও তুঙ্গে। গত মাসে মোট 13,816 টি Nexon ও 10,027 টি Punch বিক্রি করেছে Tata Motors। লঞ্চের পাঁচ মাস পরেও Tata Punch এর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। এই গাড়িতে রয়েছে 120 bhp ইঞ্জিন।

এই বছরেই Tata Punch এর দাম বেড়েছিল। এই সাব কম্প্যাক্ট SUV-র দাম প্রায় 15,000 টাকা বাড়িয়েছিল Tata Motors। এই মুহূর্তে Tata Punch এর এক্স শো-রুম দাম শুরু হচ্ছে 5.49 লক্ষ টাকা থেকে। এছাড়াও CNG ভেরিয়েন্টে বাজারে এসেছে Tata Tiago ও Tigor। ক্রমাগত পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের গ্রাহকদের মধ্যে এই গাড়িগুলি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ভারতে বিক্রি হওয়া মোট Tiago ও Tigor মডেলের মধ্যে 42 শতাংশ CNG ভেরিয়েন্টে বিক্রি হয়েছে।