Home লাইফস্টাইল কার্তিক পূর্ণিমায় এই নিয়মগু’লো মানুন, জীবনে স’মৃ’দ্ধি আসবে

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কার্তিক পূর্ণিমায় এই নিয়মগু’লো মানুন, জীবনে স’মৃ’দ্ধি আসবে

কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা দিদিকে বলা হয় কার্তিক পূর্ণিমা। এবছর 8 নভেম্বর এই পূর্ণিমা পড়েছে। কার্তিক পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান এবং দান করলে সুখ এবং সৌভাগ্য আছে বলে বিশ্বাস। কার্তিক পূর্ণিমার আরেক নাম দেব দীপাবলি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিন ভগবান শিব রাক্ষস ত্রিপুরা সুরকে বধ করেছিলেন। তাই এই পূর্ণিমাকে ত্রিপুরারী পূর্ণিমা বলা হয়।

আরেকটি বিশ্বাস মতে, কার্তিক পূর্ণিমার দিন ভগবান শ্রী হরি বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। কার্তিক পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণু এবং লক্ষীর ভীষণ প্রিয় তাই এই দিন কোন কিছু কাজ করলে জীবনে সমৃদ্ধি আসে। তবে এটাও জানা প্রয়োজন এই দিন বেশ কিছু কাজ করা নিষিদ্ধ। তাই চলুন জেনে নেওয়া যাক এই দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না।

দান: শাস্ত্র মতে পূর্ণিমা তিথিতে দান করা শুভ বলে মনে করা হয়। এই দিন খাদ্য দুধ ফল চাল তিল এমন কি আমলকি দারুন করলে পূর্ণ লাভ হয়।

আরো পড়ুন: গাড়ি ও বাসে উঠলেই কি ব’মি ব’মি পা’য়? কিন্তু স্বস্তি মি’ল’বে কিভাবে?

প্রদীপ দান করুন: যেহেতু এই পূর্ণিমার আরেক নাম দেব দীপাবলি তাই এই দিন আপনি কোন একটি ঈশ্বরের স্থানে গিয়ে প্রদীপ দান করতে পারেন। এটি দেবতাদের খুশি করে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা শেষ হয়ে যায়।

মহালক্ষ্মী স্তুতিপাঠ: দেবী লক্ষীকে খুশি করার জন্য এই দিন আপনি মহালক্ষ্মী স্তুতি পাঠ করতে পারেন।

কি করবেন না:

এই দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুনের মতো খাবার খাবেন না।

এই দিন চন্দ্রদেবের আশীর্বাদ পাওয়ার জন্য ব্রহ্মচর্য পালন করুন। সম্ভব হলে মাটিতে শোয়ার ব্যবস্থা করুন।

এদিন বাড়িতে ঝগড়া করা উচিত নয়। এই দিন গরিব অসহায় বৃদ্ধ অথবা কারো সাথে বাজে ভাবে কথা বলবেন না বা কাউকে অপমান করবেন না।