সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Tata-Maruti-কে ট’ক্ক’র দেবে ফ্রান্সের Citroen C3, ল’ঞ্চ হ’চ্ছে জুলাই মাসে

ফরাসি গাড়ি প্রস্তুতকারী সংস্থা Citroen এবার ভারতের বাজারে কোম্পানির দ্বিতীয় গাড়ি লঞ্চের কথা জানিয়ে দিল। কোম্পানির সাব কম্প্যাক্ট SUV 2022 Citroen C3 আগামী 20 জুলাই ভারতে লঞ্চ হবে। এই গাড়ির বুকিং1 জুলাই থেকে শুরু হয়ে যাবে।

ইতিমধ্যেই Citroen ভারতের বাজারে নিয়ে এসেছে C5 Aircross SUV। এই লঞ্চের পরে Citroen C3 হবে ভারিতে কোম্পানির দ্বিতীয় গাড়ি। এই গাড়িতে থাকছে 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স।

ভারতের রাস্তায় ছোট মাপের SUV -র জন্য যা যথেষ্ট বলে মনে করা হয়েছে। তবে Tata Punch গাড়িতে এর থেকে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স মিলবে।

আরো পড়ুন: বাংলা গানের খ্যা’তি দেশজু’ড়ে, শুভমিতা ব্যানার্জির জনপ্রিয় গান এবার মারাঠি ভা’র্স’নে

Citroen C3 কেবিনে থাকছে একটি 10 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। তারের মাধ্যমে কানেক্ট না করেই Android Auto ও Apple CarPlay সাপোর্ট পাওয়া যাবে।

USB ফাস্ট চার্জিং সাপোর্ট সামনে ও পিছনের সিটে থাকছে। Vibe, Energy ও Elegance ভেরিয়েন্টে পাওয়া যাবে 2022 Citroen C3। এই গাড়ি বিক্রি হবে দুটি ইঞ্জিন অপশনে।