সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’রো একটি সরকারি কোম্পানি অধিগ্রহণ করতে চলেছে টাটা গ্রু’প! শীঘ্রই হ’বে দায়িত্ব হস্তান্তর

এবার আরও একটি সরকারি সংস্থার মালিকানা পেতে চলেছে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ওড়িশায় স্থিত নীলাচল ইস্পাত নিগম লিমিটেডকে টাটা গ্রুপের একটি সংস্থার কাছে হস্তান্তরের কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী জুলাই মাসের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে খবর রয়েছে। সংস্থার এক কর্মকর্তা এই খবর জানিয়েছেন।

টাটা স্টিলের ইউনিট Tata Steel Long Products এই বছরের জানুয়ারি মাসে ১২,১০০ কোটি টাকার বিনিময়ে ওই সরকারি সংস্থার ৯৩.৭১ শতাংশ অংশীদারিত্ব দখল করে নেয়।

জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, নলওয়া স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং জেএসডব্লিউ স্টিল লিমিটেডের একটি দলকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে গিয়েছে টাটা গ্রুপ।

আরো পড়ুন: মেখলিগঞ্জে চাকরিতে জয়েন করতে কি ভ’য় লাগছে? যা বললেন ববিতা

এই সম্পর্কে সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি এখন লেনদেনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। এই সংস্থা থেকে প্রাপ্ত সমস্ত লাভ যাবে টাটা গ্রুপের কাছে।

নীলাচল ইস্পাত নিগম লিমিটেডের ১.১ মেট্রিক টন ক্ষমতাবিশিষ্ট ওড়িশার কলিঙ্গনগরে একটি সমন্বিত ইস্পাত প্ল্যান্ট রয়েছে। এই সংস্থার মাথার উপরে ৬,৬০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে।

প্রোমোটারদের ৪,১১৬ কোটি টাকা ছাড়াও ব্যাঙ্ক ও অন্যান্য পাওনাদারদের ১,৭৪১ কোটি টাকা ও কর্মচারীদের বেতনের বিশাল অঙ্কের টাকা বকেয়া রয়েছে।