সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তালিবান-পাকিস্তান ফাইট শু’রু, ইমরান খানকে ISI-র হাতের পুতুল বলে ক’টা’ক্ষ

এবার তালিবানের মুখ পাত্র সোহেল শাহিনের মন্তব্য ঘিরে জোর চাপানউতোর শুরু হয়েছে, এদিন তার মন্তব্যে বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে তালিবানের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। আসুন জানা যাক কি এমন বলেছেন তালিবানি মুখপাত্র পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে যা নিয়ে তীব্র সমালোচনা, তিনি আইএসআইয়ের হাতের পুতুল বলে কটাক্ষ করেছেন ইমরান খানকে। তিনি আরো বলেন আফগানিস্তান থেকে উৎখাত করার জন্য বিদ্রোহীদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ইসলামাবাদ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই লড়াই চালাচ্ছিলেন মাসুদ আহমেদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট।

তাদের আরও দাবি স্বাধীন আফগানিস্তান গড়ার লক্ষ্যে তারা যে ভিডিওটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, সেই ভিডিও মেসেজে এনআরএফ এদিন জানিয়েছে পাকিস্তানের মানুষ কখনই চুপ করে বসে থাকার পাত্র নয়। যতদিন না আফগানিস্তান পূর্ণ স্বাধীনতা পাচ্ছে তারা লড়াই চালিয়ে যাবেন। তাদের দাবি ইতিমধ্যেই তাদের হাতে ট্যাঙ্ক ধ্বংসকারী বিভিন্ন মিসাইল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এদিন তালিবানরা দাবি করে এই অস্ত্র সরবরাহের পেছনে পাকিস্তানের হাতে রয়েছে।

বেশ কিছুদিন আগেই সীমান্ত সংঘাতে জড়িয়েছিল পাক সেনা ও আফগান তালিবানরা। পাক সীমান্ত লাগোয়া আফগানিস্তানের নানগারহার প্রদেশের সীমান্ত বরাবর বেড়া দেবার কাজ শুরু করে কিন্তু সেখানে মোতায়েন তালিবান সীমান্তরক্ষীরা তা ভেঙ্গে গুড়িয়ে দেয়। তারা বাধা দিলে পাক ফৌজ গুলি চালাবার হুমকিও দেয়। তাদের এই ঘটনা নিয়ে ইতিমধ্যে বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন। কাবুলের তালিবান প্রশাসনের কাছে মুখ রক্ষার তাগিদে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ইসলামাবাদ। যদিও এর আগে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত সংঘাত হয়েছে, তবে এদিন তালিবানরা আরও স্পষ্ট করে দিল যে এই দুই দেশের সীমান্ত বরাবর যে ডুরান্ড লাইন আছে সেটি তারা আর মানবেন না। তাই আগামী দিন এই বিষয়টি কোন দিকে এগোয় তার দিকেই নজর থাকবে আমাদের।