সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই সহজ পদ্ধতিতে বিদ্যুৎ বিল জ’মা করুন, মিলবে ভা’লো রকম ক্যাশব্যাক

ইউপিআই (UPI) পেমেন্টের মাধ্যমে ইলেকট্রিক বিল থেকে শুরু করে গ্যাস বিল এবং অন্য বিভিন্ন পেমেন্ট করা যায়। এমনকি এই অ্যাপগুলির মাধ্যমে বিল পেমেন্ট করলে বেশ কিছু সুবিধা পাওয়া সম্ভব।

যেমন ধরুন, ইলেক্ট্রিক বা টেলিফোন অফিসে গিয়ে বিল জমা করার প্রয়োজন হয় না। এমনকি বাড়ি বসেই সরাসরি অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে গ্যাস বিলও মেটাতে পারবেন।

তেমনই আরও একটি সুবিধা হলো, এই অ্যাপগুলির মাধ্যমে পেমেন্ট করলে ক্যাশব্যাকও দেওয়া হয়। ফলে যাঁরা পেমেন্ট করছেন তাঁদের বেশ কিছু সুবিধা দেওয়া হয়।

আরো পড়ুন: এবার কি তবে ভারতেও মাঙ্কি পক্স? বেশ কিছু উপসর্গের মি’ল পাওয়া গে’লো উত্তরপ্রদেশের শিশুর শরীরে

যেমন পেমেন্ট করলেই ক্যাশব্যাকের সুযোগ দেওয়া হয়। ফলে ব্যবহারকারীরা পেমেন্ট করা টাকার কিছু পরিমাণ ক্যাশব্যাক হিসেবে ফেরত পেতে পারেন।

UPI পেমেন্ট পদ্ধতি:-

১। UPI পেমেন্ট করা খুব সহজ। তার জন্য কয়েকটি সাধারণ ধাপ মেনে চলা দরকার। প্রথমে যে কোনও একটি UPI পেমেন্ট অ্যাপ ওপেন করুন। GPay, Paytm, PhonePe, Amazon pay-র মতো যে কোনও অ্যাপ ব্যবহার করতে পারেন।

২। এরার ওই UPI পেমেন্ট অ্যাপের সঙ্গে যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।

৩। এবার Utility Bill Payment অপশনে ট্যাপ করুন। এবং সেখান থেকে পেমেন্ট করতে পারেন।

৪। পেমেন্ট করার জন্য ইলেকট্রিক কনজ়িউমার নম্বর দিয়ে পেমেন্ট করতে পারেন।