সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাথা থেকে ঝ’রে পড়া চুল দিয়ে বানানো হ’চ্ছে সোয়েটার, নতুন ফ্যা’শ’নে ম’জে সকলেই, দেখুন ছবি

চুল পড়ার সমস্যায় ভোগেন অনেকেই। এ সমস্যা নতুন নয়। আর চুল পড়া নিয়ে মানুষের চিন্তারও শেষ নেই। তবে ঝরে পড়া চুল দিয়ে সোয়েটার বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন আমস্টারডামের এক ফ্যাশন ডিজাইনার সোফিয়া কোল্লার। যার কান্ড দেখে নেটবাসি হতবাক হয়ে গিয়েছে।

চুল পড়ার সমস্যায় ভোগেন অনেকেই। এ সমস্যা নতুন নয়। আর চুল পড়া নিয়ে মানুষের চিন্তারও শেষ নেই। তবে ঝরে পড়া চুল দিয়ে সোয়েটার বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন আমস্টারডামের এক ফ্যাশন ডিজাইনার সোফিয়া কোল্লার। যার কান্ড দেখে নেটবাসি হতবাক হয়ে গিয়েছে।

এ প্রসঙ্গে ওই ডিজাইনারের বক্তব্য, গোটা মাসে প্রায় ৭২ লক্ষ কেজি ঝরে পড়া চুল নষ্ট হয়। আর স্বাভাবিকভাবেই তা কোনও কাজে লাগে না।

ফ্যাশন জগতে ঝরে পড়া চুলকে কিভাবে কাজে লাগানো যায় সেই নিয়ে নানান ভাবনাচিন্তা করে শেষমেষ তিনি বানিয়ে ফেলেন সোয়েটার। আর চুল দিয়ে বানানো সোয়েটার দেখে আজ সকলেই তাজ্জব।

আরো পড়ুন: নতুন সা’জে শোভন-বৈশাখী, দুজনের রসায়ন জ’মে ক্ষী’র, ঝ’ড় তুললো ভিডিও

এমন কাজ করার পিছনে কি উদ্দেশ্য ছিল সে বিষয়ে সোফিয়া জানান, “সাধারণ মানুষের কাছে ফ্যাশনের সংজ্ঞা প্রায় প্রতি মুহূর্তেই বদলাচ্ছে। তাই উলের তৈরি সোয়েটার কিংবা জ্যাকেট একঘেয়ে হয়ে উঠেছে। আর সে কারণে আমি মনে করেছি শীতপোশাকেও বদল আনার প্রয়োজন আছে। তাই এইভাবেই সেই পরিকল্পনা সফল করার প্রচেষ্টা।”

তবে এখানে উঠে আসছে নানা প্রশ্ন। অনেকেই প্রশ্ন করছেন, ঝরে পড়া চুলের তৈরি সোয়েটার ত্বকের কোনও ক্ষতি করবে না তো? ফ্যাশন ডিজাইনারের দাবি, ” চুল ত্বকের কোনো ক্ষতি করে না। কারও যদি তৈলাক্ত ত্বকের সমস্যা থাকে এই ধরনের সোয়েটার তাদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী।” তবে এ ধরণের সোয়েটার কোথায় পাওয়া যাচ্ছে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছুই জানা যায়নি।