সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিয়ন্ত্রণ রে’খা বরাবর সন্দেহজনক গতিবিধি, ফের উরিতে জ’ঙ্গি হা’ম’লা’র আ’শ’ঙ্কা! অভিযান শুরু সেনার

ফের জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় জ’ঙ্গিদের সন্দেহজনক গতিবিধি টের পাওয়া গেল। জম্মু-কাশ্মীরের উরি সেক্টরের কাছাকাছি জ’ঙ্গিদের সন্দেহজনক গতিবিধি টের পাওয়া যাচ্ছে বলে অনুমান ভারতীয় সেনাবাহিনীর। যে কারণে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরো বাড়ানো হয়েছে। উপত্যকা অঞ্চলে জ’ঙ্গিদের সন্দেহজনক গতিবিধি কার্যত বড়সড় স’ন্ত্রা’স’বা’দী হামলার দিকে ইঙ্গিত করছে।

সোমবার বারামুলা জেলার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে কিছু সন্দেহভাজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখতে পান সীমান্তরক্ষীরা। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন এই ঘটনার পর থেকেই কার্যত সীমান্তবর্তী অঞ্চলে জোরদার তল্লাশি অভিযান চালানো হয়েছে। আপাতত এই এলাকা সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে।

সীমান্তরক্ষী বাহিনীর আশঙ্কা, জম্মুকাশ্মীর সীমান্তে জঙ্গিদের এমন গতিবিধি কার্যত পরবর্তীকালে বড়োসড়ো কোনো স’ন্ত্রা’স’বা’দি হামলার ইঙ্গিত দিতে পারে। উল্লেখ্য এর আগে ভারতীয় গোয়েন্দা বিভাগের তরফ থেকে সতর্ক করে জানানো হয়েছিল যে নিয়ন্ত্রণরেখা বরাবর টে’র’র লঞ্চপ্যাডগুলিকে সক্রিয় করেছে পাক সেনা। জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করা হয়েছিল।

৯/১১ পরবর্তী বিশ্বে আফগানভূমে মার্কিন ‘মিত্রজোটে’ নাম লেখালেও কার্যত তালিবানদের প্রথম থেকেই সমর্থন করে আসছে ইসলামাবাদ। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরি সেনাঘাঁটিতে হামলা চালায় পাক মদদপুষ্ট জঙ্গিরা। সেই হামলায় ভারতীয় সেনাবাহিনীর ১৯ সেনা জওয়ান শহীদ হয়েছিলেন। যার প্রত্যুত্তরে পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত।