সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“ফা’টা ডি’মে তা দিয়ে আর কি ফল পাবে?” ফের তথাগত’র নি’শা’না’য় বঙ্গ বি’জে’পি

বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় গত কয়েকদিন থেকেই দলের সম্পর্কে বিভিন্ন ক্ষো’ভ জাহির করেছেন। সম্প্রতি বঙ্গ বিজেপির বিভিন্ন ত্রু’টি বি’চ্যু’তি নিয়ে তিনি তার মত প্রকাশ করেছেন। আর লাগাতার বিধেছেন তার দলকে। সময়ের সাথে বিজেপির খারাপ ফল বাংলায় যা একেবারেই সহ্য করতে পারছে না তিনি। আর সেই কারণেই বিভিন্ন নি’শা’না’য় বি’ধ’ছেন তিনি বঙ্গ বিজেপিকে।

সম্প্রতি হয়ে যাওয়া বঙ্গ পুরসভার নির্বাচনে বিজেপি খাতাই খুলতে পায় নি। রাজ্যের ১০৮ টি আসনে একেবারেই বিজেপি তার খাতাই খুলতে পারে নি। ইতিমধ্যেই বিজেপি এই নিয়ে তাদের চিন্তন বৈঠক শুরু করেছে। তবে এই বৈঠকের আগেই তথাগত রায় একটি টুইট করেছেন সেখানে তিনি তী’ব্র ক’টা’ক্ষ করেছেন। বঙ্গ বিজেপির বিভিন্ন ত্রু’টি’ বি’চ্যু’তি নিয়ে কথা বলেছেন।

তিনি লিখেছেন, ফাটা ডিমে তা দিয়ে আর কি ফল পাবে? এই প্রসঙ্গ টেনে সুধীন দত্তের উটপাখি কবিতার কথা বলেছেন। গতকাল শুক্রবার তিনি টুইট করে লিখেছেন বিধানসভা ভোটের ফলের পর বিজেপি বিপর্যয় স্বীকার না করে বলেছিল, ৩ থেকে বাড়িয়ে ৭৭ তো করেছি! সেই উটপাখির মতো আচরণের ফল হল আজ পুরভোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া!” এরপর তিনি সুধীন দত্তর কবিতার কথা উল্লেখ করেন। এতেই স্পষ্ট, বঙ্গ বিজেপির নেতৃত্বকে তিনি উটপাখির সঙ্গে তুলনা করেছেন।

তথাগত রায়ের এই টুইট বর্তমান বঙ্গ বিজেপিকে উদ্দেশ্য করে হলেও, অনেকেই তাৎপর্য পূর্ণ বলেই মনে করছে। বিজেপি যে নিজেদের অন্তর্দ্বন্দ্ব নিয়ে একটুও মাথা ঘামাচ্ছে না, তা ঠিক করার চেষ্টা একেবারেই করছে না, সেটা বুঝতে পারছে সকলে। তাই রাজনৈতিক মহলে এই টুইটকে তাৎপর্য পূর্ণ বলেই মনে করছে।