সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হটাৎ করে বি’ক’ট বি’স্ফো’র’ণ, ভূমিকম্পে কাঁ’প’লো ভাইজাগ, রইলো ভিডিও

সকালে ভূমিকম্প হল ভাইজাগে৷ রিখটার স্কেলে ১.৮ ম্যাগনিটিউডের ভূমিকম্প হলেও সকাল ৭.১৩ তে হঠাৎই দুলে ওঠে৷ ঘুমন্ত অবস্থায় ঝটকা খাওয়ায় সকলেই ভয় পেয়ে যান৷ তাছাড়া সবচেয়ে আতঙ্কের ছিল একটা  বিস্ফোরণের একটা আওয়াজ৷ তবে শব্দটি কীসের তা নিয়ে কোনও অবশ্য পরিষ্কার ছবি পাওয়া যায়নি৷

দ্য গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, সকাল ৭.১৪ নাগাদ কম্পন অনুভূত হয়৷ নাগরিকদের ভূমিকম্প থেকে বাঁচতে আনুষঙ্গিক ব্যবস্থা নিতে বলা হয়৷

GVMC জানিয়েছে, ‘‘ভূমিকম্পের মতো কিছু অনুভূত হলে বাড়ির বাইরে বেরিয়ে আসতে হবে৷ খোলা জায়গাই সুরক্ষিত জায়গা৷ ’।ডেকান ক্রনিকালের রিপোর্ট অনুযায়ী, বহু মানুষ কম্পনের আওয়াজে নিজেদের বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে৷ মানুষ নিজেদের বাড়ি থেকে রাস্তায় এসে ভিড় করে৷

এই ভূমিকম্পের উৎসস্থল  VUDA পার্ক লাইটহাউসের কাছে, যা ভাইজাগ উপকূলে৷ এদিকে বিস্ফোরণের শব্দযুক্ত সেই ভিডিও ভাইরাল। তবে, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় এর আগে ২৪ অগাস্ট হালকা কম্পন অনুভূত হয়৷ সে সময় বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই ভূমিকম্পের মান ছিল রিখটার স্কেলে ৫.১৷