সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সফল অ’স্ত্রো’প’চা’র, ১০ বছর ধ’রে কথা ব’ন্ধ হয়ে যাওয়া কিশোরের স্বর ফিরলো

বিগত 10 বছর ধরে কথা বন্ধ হয়ে গিয়েছিল দিল্লির বাসিন্দা শ্রীকান্তের। তার বয়স এখন মাত্র 13 বছর। কথা বন্ধ হওয়ার পাশাপাশি শ্বাস-প্রশ্বাস নিতেও সমস্যা ছিল তার। ট্রাকিওস্টোমি টিউবের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস চলতো।

শৈশবে মাথায় আঘাত পেয়েছিল সে। এরপর তাকে কিছুদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তখনই তার শ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য ট্রাকিওস্টোমি করানো হয়েছিল।

এই পদ্ধতিতে চিকিৎসকরা শ্রীকান্তের ঘাড়ে একটি ফুটো করে তার মাধ্যমে উইন্ড পাইপ প্রবেশ করিয়েছিলেন। সেই থেকে বিগত 10 বছরে এই পাইপের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিচ্ছিল সে।

আরো পড়ুন: জামাই ষষ্ঠী কিন্তু জামাইদের জ’ন্য নয়, জানুন কেন পালন ক’রা হয় এই বিশেষ দিন

গত সাত বছর ধরে সে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া এবং কথা বলতে পারেনি। অবশেষে দিল্লিতে এক হাসপাতালে তার সফল অস্ত্রোপচার করানো হয়েছে। এই জটিল অস্ত্রোপচার সফল হয়েছে বলে দাবি করছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানাচ্ছেন শ্রীকান্ত যখন প্রথমবার হাসপাতাল এসেছিল তখন তার শ্বাস যন্ত্রের 100% ব্লকেজ ছিল। এরপর তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই অস্ত্রপ্রচারে সাধারণত মৃত্যুর ঝুঁকি থাকে।

কিন্তু অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রায় সাড়ে 6 ঘন্টা ধরে অস্ত্রপ্রচার করে তাকে সুস্থ করে তোলা গিয়েছে।ভয়েস বক্সের কাছাকাছি 4 সেন্টিমিটারের মত উইন্ড পাইপ ধ্বংস হয়ে গিয়েছিল তার।

তার শ্বাসনালী এবং নিজের অংশগুলির যতটা সম্ভব ব্যবধান কমানোর চেষ্টা করেছেন চিকিৎসকরা। এর জন্য লারিঞ্জিয়াল ড্রপ পদ্ধতি অবলম্বন করা হয়। বিগত 10 বছর ধরে আবার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছে শ্রীকান্ত।