সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্টেট ব্যাংক গ্রাহকদের মা’থা’য় হা’ত, বা’ড়’লো সুদের হা’র

এসবিআই এর ঋণ গ্রাহকদের জন্য একটি খারাপ খবর, ইতিমধ্যেই দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, তাদের ঋণ গ্রাহকদের ইএম আই এর পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে অনেকটাই। ১০ বেসিস পয়েন্টে ব্যাঙ্ক তাদের বেসিক ল্যান্ডিং রেট বাড়িয়েছে। আর সেই কারণেই বাড়ি ও গাড়ির লোন গ্রাহকদের ইএম আই এর পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। আর এই নিয়ম লাগু হতে চলেছে ১৫ ই ডিসেম্বর থেকে। একেবারে নতুন সুদের হার কার্যকর হওয়ার কথা জানিয়েছে এসবিআই।

করোনাকালে এক সময় এসবিআই নিজেদের সুদের হার ৫ বেসিস পয়েন্টে কমিয়েছিল, আর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিল পুরো দেশ। কিন্তু একেবারেই স্বস্তির মধ্যে থাকতে পারলো না সাধারণ মানুষ। এই মাসের আর্থিক নীতি কমিটির দ্বিমাসিক বৈঠকে সুদের হার অপরিবর্তিত রেখেছে আর বি আই। কিন্তু এর পরেই এস বি আই এর এই সিদ্ধান্ত।

আসলে বেস রেট বলতে বোঝায়, যে রেটের নিচে ব্যাঙ্ক গ্রাহকদের ঋণ দিতে পারবে না , এই ঋণের সুদের হার ছিল এক সময় ৭.৪৫% কিন্তু এই বেস রেটের বৃদ্ধির পর থেকে সুদের হার হয়ে গেল ৭.৫৫%। তাই স্বাভাবিকভাবেই যারা কিনা গাড়ি বাড়ির লোন নিয়েছিল এস বি আই থেকে তাদের সুদের পরিমাণ বেড়ে গেল অনেকটাই। তবে হ্যাঁ ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রেও সুদের হার বৃদ্ধি করেছে এস বি আই ২ কোটি বা তার বেশী ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে পূর্বের থেকে ১০% এর বেশী সুদ দেবে এস বি আই।