সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘন্টা’য় স্পি’ড ৩৬০ কিমি! চোখের পলকে ছু’ট’বে প্রথম উ’ড়’ন্ত ফর্মুলা রেসিং কার

ফর্মুলা ওয়ান রেসিংকারের জনপ্রিয়তা আজ সারা বিশ্ব জুড়ে। ট্র্যাকে সেই রেসিং কারের দৌড় দেখার জন্য অগণিত মানুষ ভিড় জমায়। এবার সেই ফর্মুলা ওয়ান একেবারে নতুন রূপে। অস্ট্রেলিয়ার একটি সংস্থা একেবারে নতুন রূপে নিয়ে আসলো ফর্মুলা ওয়ান কারকে।

তবে এর মধ্যে রয়েছে চমক, কারণ এই গাড়ি আর মাটিতে নয় উড়বে আকাশে তাও আবার ৩৬০ কিমি গতিবেগে। এই গাড়ি পাড়ি দেবে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের আলাউডা অ্যারোনটিক্স নামক এক সংস্থা এই ফর্মুলা ওয়ান রেসিং কার বানিয়েছে। এই গাড়ির নাম রাখা হয়েছে এয়ারস্পিডার এমকে4।

সংস্থা দাবি করেছে এটি একটি, বিশ্বের দ্রুততম ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ এবং ল্যান্ডিং (eVTOL) বিমান। যার ক্ষমতা রয়েছে মাত্র ৩০ সেকেন্ডে ৩৬০ কিমি গতি ধরতে পারার। ৯৫০ কেজি ওজনের । সংস্থা জানিয়েছে এই এমকে৪ আসলে এমকে৩ এর অ্যাডভান্সড প্রোটোটাইপ।

আরো খবর: ভোর রাতে তী’ব্র ভূমিকম্পে কেঁ’পে উ’ঠ’লো তাজিকিস্তান, রইলো হাড়হিম করা ভিডিও

২০২২ সালে এয়ারস্পিডার প্রর্দশনী দৌড়ে অংশ নিয়েছিল এই এমকে৩।  তবে এয়ারস্পিডার এমকে4 বিমান এমকে৩ এর থেকে আরও বেশী শক্তিশালী , যার প্রমাণ থান্ডারস্ট্রাইক হাইড্রোজেন টার্বোচার্জার যা 1,340 হর্সপাওয়ার তৈরি করতে পারে। এই এমকে ৪ নিয়ে সংস্থার সিইও ম্যাট পিয়ারসন জানিয়েছেন, ফ্লাইং রেসিং এর জন্য এবার প্রস্তুত বিশ্ব।

এই ড্রেসিং এর ক্ষেত্রে আরো উৎসাহ প্রদান করার জন্য আমরা ভেহিকেল বানিয়েছি। এতে রেসিংয়ে স্পনসর এবং টেকনিশিয়ান পার্টনার অনেকটাই উৎসাহ পাবে। ইতিমধ্যেই আমরা রেসিং এর জন্য ভেন্যুও বেছে নিয়েছি।‌