সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাদাম কাকুর দিন ফু’রা’লো, এসে গে’লো বাদাম জুতো! কি’ন’তে চাইছে সকলেই

গত বছরের শেষভাগে সোশ্যাল মিডিয়ায় সুপার ট্রেন্ড হয়ে উঠেছিল কাঁচা বাদাম। বীরভূমের দুবরাজপুরের সাধারণ এক বাদাম ফেরিওয়ালা ভুবন বাদ্যকর কাঁচা বাদাম নিয়ে গান বেঁধে রাতারাতি খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। বাদাম বিক্রি করার সময় তিনি যে গান গাইছিলেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যান এই বাদাম কাকু।একটি গানের দৌলতে তিনি প্রচুর অর্থও উপার্জন করেছেন। ইউটিউবাররাও এরপর থেমে থাকেননি।

বাংলা হিন্দি মিলিয়ে এই কাঁচা বাদাম নিয়ে একের পর এক কনটেন্ট বানিয়েছেন ইউটিউবাররাও। এখনও এই গান নেটিজেনদের মুখে মুখে ফেরে। এই কাঁচা বাদামের সুখ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছিল সুদূর আফ্রিকাতেও। এহেন ‘বাদাম কাকুর কাঁচা বাদাম’ গানকেও কার্যত ক্লিন বোল্ড করে দিলেন করে কলকাতার আরামবাগের এক জুতো ব্যাবসায়ী।

তিনি আবিষ্কার করে ফেলেছেন বাদাম জুতো। সোশ্যাল মিডিয়ায় এখন হু হু করে ভাইরাল হচ্ছে বাদাম জুতোর ছবি। কলকাতা সিআইটি রোডের কাছে পদ্মপুকুরের একটি জুতোর কারখানার ‘কাঁচা বাদাম’ জুতোর অভিনব আবিষ্কার এবার আরও সবাইকে চমকে দিল।

জুতোর উপরে বাদামের ছবি আঁকা। উপরে লেখা রয়েছে কাঁচা বাদাম। জুতোর পিছনেও বাদামের আকৃতির কিছু জিনিস চোখে পড়ছে। গোলাপি, বেগুনি বিভিন্ন রঙের এই কাঁচা বাদাম জুতো বাজারে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং কনটেন্ট হয়ে দাঁড়িয়েছে এই বাদাম জুতো।

আরামবাগের একজন বাসিন্দা প্রথম সোশ্যাল মিডিয়ায় এই জুতোর ছবি শেয়ার করেছিলেন। তারপরেই নিমেষে ভাইরাল হয় এই ছবিটি। আপনি যদি এই জুতো কিনতে চান তাহলে অবশ্যই কলকাতার সিআইটি রোডের পদ্মপুকুরের জুতোর কারখানায় আসতে হবে।