সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাছের লোকজনকে “এপ্রিল ফুল” বানাতে চান? রইলো ম’জা’র তথ্য

আজকের দিনটা নিশ্চয়ই মনে আছে? আজ এপ্রিল মাসের প্রথম দিন! এই দিনটায় নিজের কাছে মানুষ থেকে বন্ধু-বান্ধবদের এপ্রিল ফুল বানান সকলে। কিভাবে মজা করে এপ্রিল ফুল বানানো যায় কাছের মানুষকে তা ভাবতে নানান রকম ফন্দিফিকের ঘুরতে থাকে মাথার মধ্যে। কিভাবে নিজের প্রিয়জনকে বোকা বানাবেন জানেন! ওরিও বিস্কুট খেতে কে না ভালোবাসেন?

ওরিও বিস্কুটের মধ্যে থেকে এই ক্রিমটা সরিয়ে ফেলুন কিংবা খেয়ে ফেলুন তারপর তার মধ্যে সাদা কোলগেট মাখিয়ে পাত্রের মধ্যে রেখে দিন। চিনি এবং নুনের কৌটো আলাদা জায়গায় রেখে তার নাম বদলে ফেলুন। কম্পিউটারের মাউসের তলায় সেলোটেপ লাগিয়ে দিন। ব্যাস কম্পিউটার কাজ করা বন্ধ করে দেবে।

ফোনের উপরে একটি ভাঙা স্ক্রীন লাগিয়ে দিন। দেখে মনে হবে যেন ফোন ভেঙে গিয়েছে। আপনার বন্ধু কিংবা সহকর্মীর চেয়ারের তলায় সেলোটেপ দিয়ে একটা এয়ার হর্ন লাগিয়ে দিন। তাতে কাজ করবার সময় বেজে উঠবে সেই হর্ন। সাবানের মধ্যে রং লাগিয়ে দিতে পারেন সাবান ঘষলে আর ফেনা হবে না।

আরো খবর: ১ এপ্রিলকে কেন “এপ্রিল ফুল” ডে বলা হয়? আসল গল্পটা কি?

টুথপেস্টর মধ্যে কিছুটা ফুড কালার যোগ করে দিন দাঁত ব্রাশ করবার সময় বুঝতে পারবেন দাঁত হয়ে গিয়েছে অন্য রঙের। বাজারে বিভিন্ন রকম নকল পোকামাকড় কিনতে পাওয়া যায় যেমন টিকটিকি গিরগিটি আরশোলা ব্যাঙ ফড়িং সাপ। ওগুলো আসলের মতন দেখতে এমন জায়গায় রেখে দিন যাতে নজর কারে।

পেঁয়াজকে ক্যারামেল তেলে ডুবিয়ে ঠান্ডা করে নিন। দেখে মনে হবে যেন আপেল। বন্ধুর জন্য সোডা মেইনটেন্স আইস বোমা তৈরি করে দিন। খেলেই বুঝতে পারবে । তবে এপ্রিল ফুল করার সময় বিশেষ কিছু জিনিস নিয়ে মজা মশকরা না করাই ভালো তাতে আবার হিতে বিপরীত হতে পারে। সবদিক বজায় রেখে মজাটা হোক পরিশীলিত।