সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাইডেনের চোখে চোখ রে’খে কথা, দুই দেশের যু’দ্ধে’র ই’তি টা’না’র প’ক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জো বাইডেন এর মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেই বৈঠকের কথা বার্তা থেকে বিভিন্ন কিছুর ওপরে নজর ছিল সবার।

খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং বলেই ধরা হয়েছিল , আর সেখানেই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গ উঠেছে ঠিকই কিন্তু তাই বলে ভারত বাইডেনের সামনে মাথা নত করবে যে না সেটা বুঝিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কারণ ভারত সর্বদা শান্তির বার্তা দিয়ে আসছে , এবারও তাই করেছে ভারত। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বুচার গণহত্যার তীব্র নিন্দা করেছে ভারত।

ভারত কখনই মাথা নত করবে না, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটা বুঝিয়ে দিয়েছেন নিজের জায়গায় অনড় থেকে কিভাবে শান্তির বার্তা দিতে হয়।

আরো পড়ুন: বিশাল কিং কোবরাকে মহিলার ‘চু’ম্ব’ন’, এরপর যা হ’লো তা দেখুন ভিডিওতে

তিনি সেই মিটিং এ স্পষ্ট জানিয়েছেন, আমি রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট এর সাথে একাধিকবার কথা বলেছি। তাদের সাথে শুধু কথা নয়, তাদের মধ্যে যাতে ঝামেলা কমে যায়, শান্তি ফিরে আসে তার জন্য পরামর্শ দিয়েছি।

আমরা সাংসদে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভারত কিন্তু নিজের জায়গাতে একেবারে অনড় থেকেছে। সর্বদা ভারতের মুখে শান্তির বার্তাই শোনা গেছে। তারা প্রথম থেকেই ভারসাম্য রক্ষা করেছে।

নয়াদিল্লি রাষ্ট্র সংঘের ভোটদানের থেকেও বিরত থেকেছে ভারত। কারণ আলোচনার মাধ্যমেই ভারত সমাধান খোঁজার চেষ্টা করেছে সর্বদা। তাই দুই দেশের প্রধানকে বারবার ফোন করে আলোচনায় বসার কথাই বলেছে ভারত।

আরো পড়ুন: স্ত্রীর মৃ’ত্যু শো’ক স’হ্য করতে না পেরে জ্ব’ল’ন্ত চিতায় লা’ফ দিলেন স্বামী! মা’রা’ত্ম’ক ঘ’ট’না শ্ম’শা’নে

কিন্তু এদিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বুচার গণহত্যার তীব্র নিন্দা করেছে ভারত। বুচায় হওয়া গণহত্যার তীব্র নিন্দা করে ভারত ও তাদের নীরপেক্ষীয় তদন্তের আহ্বান জানায়।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেছিলেন, ইউক্রেনের বুচা শহরে গণহত্যার খবর পাওয়া যাচ্ছে।যা খুবই উদ্বেগজনক।এই ঘটনা খুবই নিন্দনীয়, আমরা এর সুষ্ঠু তদন্তের দাবি করি।