সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাঝ আকাশে Space X-এর রকেট ভে’ঙে গেল! তাও শুভেচ্ছা জানালেন ইলন মাস্ক

কোটি কোটি টাকা গেল জলে। টাকা তো বটেই এমনকি নানান রকম কারিগরি দক্ষতা দিয়ে তৈরি করা হয়েছিল শক্তিশালী মহাকাশযান কিন্তু উৎক্ষেপনের কয়েক ঘন্টার মধ্যেই তা বিস্ফোরণে উড়ে গেল। গত এক দশকে সবচেয়ে শক্তিশালী এবং দামি মহাকাশযান স্পেস এক্স এর স্টার্শিপ। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল এই মহাকাশযান।

আমেরিকার দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় স্পেস এক্স এর লঞ্চ প্যাড থেকে বৃহস্পতিবার সকালবেলা সফলভাবে যাত্রা শুরু করেছিল এই মহাকাশযান।পূর্ব পরিকল্পনা করা ছিলই। রকেট উৎক্ষেপণের তিন মিনিটের মধ্যেই উপরের অংশটি বুস্টার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার কথা ছিল।

কিন্তু সেটা হয়নি, উল্টে বিস্ফোরণ হয়ে যায়। ধ্বংস হয়ে যায় স্টারসিপ। যদিও স্পেস এক্স নামের মহাকাশ গবেষণাকারী সংস্থা জানিয়েছে এতে তাদের কোন দোষ ছিল না। বিশাল ওই মহাকাশযান বিস্ফোরণের ধোঁয়ার কুন্ডলী পাকাতে পাকাতে আকাশে উড়ে যায়।

আরো খবর: রাজ্যের সঙ্গে DA নিয়ে আলোচনা ব্য’র্থ, এবার কি করবে সংগ্রামী যৌ’থ ম’ঞ্চ?

সেটাই তাদের কাছে সফলতা। মহাকাশযান যে মাটি থেকে উপরে সরাসরি ঠিকঠাক ভাবে উৎক্ষেপণ করা হয়েছিল এটাই তাদের কাছে সবচেয়ে বড় সাফল্যের বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

এইসঙ্গে কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন ওই সংস্থার কর্ণধার ইলন মাস্ক। তিনি জানিয়েছেন চেষ্টাই সব। যে ঘটনা ঘটেছে সেটা তাদের হাতে ছিল না কিন্তু যা তারা করেছেন তা অপ্রতিরোধ্য।