সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেউ নামি সাংবাদিক কেউ আবার ডাক্তার, রেখার ৬ বোনকে একসাথে দেখেছেন কোনোদিন?

বলিউডে যতই নতুন নতুন অভিনেত্রী আসুক না কেন রেখার জায়গা কেউ নিতে পারবেন না। তিনি অদ্বিতীয়া। তাঁর মতো অভিনয়, নাচ, একটিং করা মুখের কথা নয়। সকলেই তাই তার রূপের ও গুণের অন্ধভক্ত। তবে তাঁর ব্যাক্তিগত জীবন নিয়ে বিশেষ জানা যায় না। যেমন রেখার বাবা জেমিনী গণেশন ছিলেন তামিল ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার।

তিনি জীবনে তিনবার বিয়ে করেছিলেন। প্রথম পক্ষের বিয়ে থেকে তার চার মেয়ে, দ্বিতীয় পক্ষ থেকে দুই মেয়ে এবং তৃতীয় পক্ষের বিয়েতে এক মেয়ে এবং এক ছেলে রয়েছে। রেখার ৬ বোনের নাম রেবতী স্বামীনাথন, কমলা সেলভারাজ, জয়া শ্রীধর, নারায়ণী গণেশন, বিজয়া চামুণ্ডেশ্বরী ও রাধা। রাধা এবং রেখা জেমিনী গণেশনের দ্বিতীয় পক্ষের দুই মেয়ে।

৬ বোনের একমাত্র ভাইয়ের নাম সতীশ কুমার। রেখার সাথে তার বাবার একটু মনোমালিন্য ছিল তবে তার ভাই বোনদের সাথে তাঁর খুব ভালো সম্পর্ক। জানা যায় রেখার ভাই বোনেরা নিজেদের জীবনে সকলেই দারুন সফল। তারা অভিনেতা অভিনেত্রী না হলেও যথেষ্ট নামী ব্যাক্তি। রেখার দিদি রেবতী স্বামীনাথন আমেরিকার বিখ্যাত চিকিৎসক।

আরো খবর: রেলে যাত্রা করার পথেই এবার WhatsApp-এ খাবার অর্ডার ক’রা যাবে! রেলের ন’য়া পরিষেবা

আমেরিকার ইলিনয়ে অঙ্কোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন তিনি। রেখার আরেক দিদি কমলা সেলভারাজও পেশায় একজন চিকিৎসক। তিনি বাবা জেমিনী গণেশনের নামে চেন্নাইতে নিজের হাসপাতাল খুলেছেন। হাসপাতালের নাম রেখেছেন জি জি হাসপাতাল।

রেখার আরেক দিদি নারায়নী গণেশন একটি সর্বভারতীয় সংবাদপত্রের সহকারী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বিজয়া চামুণ্ডেশ্বরী, রেখার আরেক বৈমাত্রেয় দিদি। তিনি আবার একজন প্রতিষ্ঠিত ফিটনেস এক্সপার্ট। রেখার বোন তথা জেমিনি গণেশনের তৃতীয় পক্ষের সর্বকনিষ্ঠ সন্তান জয়া শ্রীধরও চিকিৎসকের পেশা অবলম্বন করেছেন।

রেখার আরেক বোন রাধা তার সাথেই রেখা বেশি যুক্ত। ইনি ছোটো বেলায় অভিনয় করলেও বিয়ের পর আর অভিনয় করেন নি। সব করা দিদি ও বোন – ভাইদের সাথে খুব কমই একসাথে তাদের দেখা গেছে। তবে তাদের কিছু বিরল ছবি আজও নেট মাধ্যমে ভাইরাল।