সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেলে যাত্রা করার পথেই এবার WhatsApp-এ খাবার অর্ডার ক’রা যাবে! রেলের ন’য়া পরিষেবা

ভারতীয় রেলের পক্ষ থেকে এবার এক নতুন চমক। এবার থেকে আপনি রেলের সিটে বসেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন। নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে খাবার অর্ডার দিলেই যাত্রীদের কাছে পৌঁছে যাবে সেই খাবার। নতুন ই ক্যাটারিং পরিষেবা আনতে চলেছে ভারতীয় রেল আর সেই কারণে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

আপাতত পরীক্ষামূলক পরিষেবা চালানো হবে নির্দিষ্ট কয়েকটি ট্রেনে। তারপরেই যাত্রীদের প্রতিক্রিয়া দেখে আগামী সিদ্ধান্ত নেবে ভারতীয় রেল। গতকাল সোমবার রেলের তরফে একটি বিবৃতি জানানো হয়েছে, আর সেখানেই দেওয়া হয়েছে +91-8750001323 নম্বর ।

তারা জানিয়েছে, যারা অনলাইনের মাধ্যমে টিকিট কাটবে তাদের কাছে প্রথমে whatsapp এর বিজনেস একাউন্ট থেকে একটি মেসেজ আসবে।

আরো খবর: শক্তি ও শিবের মিলনের মহাউৎসব হ’লো মহাশিবরাত্রি, জানুন এই বি’শে’ষ দিনের মা’হা’ত্ম্য

যাত্রীরা সেই একাউন্ট ও ফোন নম্বরের মাধ্যমেই অর্ডার করতে পারবেন, ও যাত্রাপথে ট্রেনে বসেই পছন্দ মতো রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারবেন। এজন্য দরকার হবেনা নতুন কোন অ্যাপ ডাউনলোডের।

অনেকেই মনে করছে খাবার অর্ডার করার ঝুঁকি হয়তো এবার থেকে কমতে পারে যাত্রীদের। কারণ ট্রেনে বসে অন্যান্য্য অ্যাপ ঠিকঠাক কাজ করে না তাই খাবার অর্ডার করা খুবই মুশকিলের কাজ হয়ে দাঁড়ায়। তবে এবার হোয়াটস অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করতে পারলে যাত্রীদের অনেক সমস্যাই একবারে দূর হয়ে যাবে।