সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাবান-ডিটারজেন্টের ২০ শতাংশ দা’ম বে’ড়ে গেলো, দেখে নিন নতুন রেট

পেট্রোল-ডিজেলের পর এবার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। চড়া মূল্য বৃদ্ধির মুখে পড়েছে ভারত বর্ষ। এটা ডিজেল গ্যাস সিলিন্ডারের পাশাপাশি সাবান এবং সার্ফের দাম এবার বাড়লো।

হিন্দুস্তান ইউনিলিভারের তরফ থেকে জানানো হয়েছে সাবান এবং গুঁড়ো সাবানের দাম বাড়ানো হলো। এই তালিকায় রয়েছে সারফেক্সসেল, ভীম, হুইল, লাইফ বয়সহ অন্যান্য সাবান।

ডাভ এবং পিয়ার্সের 125 গ্রাম প্যাকের দাম 10 থেকে 12 টাকা বাড়ানো হয়েছে। লাইফবয় সাবানের এক বান্ডিল এর দাম 124 থেকে 136 টাকা করা হয়েছে।

আরো পড়ুন: গরীব অবস্থায় মা’রা গিয়েছিলেন, কিন্তু মৃ’ত্যু’র ৬৬ বছর প’র কয়েক লাখ টা’কা কামিয়ে নেয় তাঁ’র দেহ

500 গ্রাম এবং 1 কেজি হুইল ডিটারজেন্টের দাম যথাক্রমে 32 টাকা থেকে 33 টাকা এবং 63 টাকা থেকে 65 টাকা করা হয়েছে। ভিম লিকুইডের 500 মিলি পাউচের দাম 99 টাকা থেকে 104 টাকা করা হয়েছে।

কাঁচামালের দাম বৃদ্ধির কারণে পণ্যের দাম বাড়াচ্ছে এই সংস্থা। হিন্দুস্তান ইউনিলিভারের পাশাপাশি আরও বেশ কয়েকটি কোম্পানি দাম বাড়ানোর পথে হাঁটছে।

ডিজেলের ক্রমবর্ধমান দামের কারণে কোম্পানিগুলি দাম বাড়াতে বাধ্য হচ্ছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের প্রভাব পড়ছে সারা পৃথিবীতে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পাশাপাশি ভারতেও পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে।

ভারী পণ্যবাহী গাড়ি ডিজেল নির্ভর। পণ্য সরবরাহের ক্ষেত্রে তাই বেশি খরচ হচ্ছে। এমতাবস্থায় কাঁচামালের দাম বাড়ছে। তাই উৎপাদনের খরচ বৃদ্ধি পাচ্ছে। সবমিলিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।