সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্কুলে স্যানিটাইজার টা’নে’ল ব’সা’তে বা’ধা পেলেন শুভশ্রীর বাবা, কাঠগড়ায় তৃণমূল

শুভশ্রী গঙ্গোপাধ্যায় কে আমরা সকলেই চিনি। তিনি বিখ্যাত পরিচালক রাজ চট্টোপাধ্যায় ঘরনী এবং নিজে একজন বিখ্যাত অভিনেত্রী। বর্ধমানের বাসিন্দা ছিলেন তিনি। খুবই সাধারণ একটি পরিবারের মেয়ে ছিলেন শুভশ্রী। আজ কথা বলব শুভশ্রীর বাবার। শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় সম্প্রতি হলেন হেনস্থা তৃণমূলের কাছে। স্কুলে স্যানিটাইজার প্যানেল বসানোর পদক্ষেপ গ্রহণ করার জন্য তাকে হেনস্থা হতে হলো। বর্ধমানের দুটি স্কুলের স্যানিটাইজার পরিস্থিতি উত্তপ্ত হয়। প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে সমস্ত স্কুল। বিদেশে বসবাসকারী দেবপ্রসাদ বাবুর শালিকা অনিতা গটকরি বর্ধমানের দুটি ইস্কুলে স্যানিটাইজার প্যানেল বসানোর প্রস্তাব দিয়েছিলেন। সেইমতো ট্যানেল দুটি যোগাযোগ করেছিলেন তিনি।

বর্ধমান শহরের ৫ নম্বর ওয়ার্ডের বর্ধমান দুবরাজ দীঘি হাই স্কুল এবং ৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে তিনি স্যানিটাইজার ট্যানেল বসানোর কাজ শুরু করেন। সময়মতো নিজের শালিকা এবং আরো কয়েকজনকে নিয়ে উপস্থিত হয়ে যান স্কুলে। কিন্তু ট্যানেল বসানোর সময় তৃণমূলের তরফ থেকে বাধা দেওয়া হয় তাদের। তৃণমূলের তরফ থেকে বলা হয়, ম্যানেজিং কমিটির অনুমতি না নিয়ে ব্যক্তিগত ভাবে এই ভাবে ট্যানেল বসানো যাবে না স্কুলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খুব তাড়াতাড়ি। এমনকি বিবাদের মধ্যে শুভশ্রীর পিতাকে লাঠি দিয়ে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর এর বিধায়ক নির্বাচিত হয়েছেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। তৃণমূলের তরফে এমন একটি অভিযোগ করার পরেও রাজ চক্রবর্তী এই বিষয়ে কোনো কথা বলেননি। কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শুভশ্রীর তরফ থেকেও।