সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়ো পদক্ষেপ শিক্ষা দপ্তরের, স্কুল খোলা নিয়ে ব’ড়ো সি’দ্ধা’ন্ত

ধীরে ধীরে দেশের বিভিন্ন রাজ্য স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিচ্ছে। এই মুহূর্তে দেশে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা কেরলে। সেখানেও স্কুল খোলার ব্যাপারে ভাবনা চিন্তা চলছে। পিছিয়ে থাকবে না পশ্চিমবঙ্গ। স্কুল খোলার জন্য রিপেয়ারিংয়ের বন্দোবস্ত শুরু করে দিল রাজ্য সরকার।

স্কুল খোলার আগে রিপেয়ারিং বাবদ ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সোমবার বিকাশ ভবনে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে সারা রাজ্য জুড়ে ৬৪৬৮ টি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল সারাতে ১০৯,৪২,৩৭,১৩৩ টাকা বরাদ্দ করা হয়েছে।

রাজ্যের প্রতিটি স্কুলে যাতে বরাদ্দ অর্থ পৌঁছে যায় সেই দায়িত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট জেলার জেলা শাসকদের। টাকা বরাদ্দ করার পাশাপাশি টাকা খরচের ব্যাপারেও কড়া নজর রাখা হচ্ছে। গত বছরের মার্চ মাস থেকে কার্যত রাজ্যের সব স্কুল বন্ধ হয়ে রয়েছে। এমতাবস্থায় বহু স্কুলের জানলা দরজা, টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই মুহূর্তে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে দাবি করা হচ্ছে। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৬০১। মৃতের সংখ্যা ১২। নদিয়া উত্তর ২৪ পরগনা কলকাতার মতো জায়গায় মৃত্যু এড়ানো সম্ভব হচ্ছে না। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য মৃত্যুর কোনও খবর নেই।