সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেনে হা’রি’য়ে ফেলা ব্যাগ ফে’র’ত দি’লো দোকানদার, ভারতের প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতের প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী। মানবিকতা যে বেঁচে আছে তা প্রমাণ পাওয়া গেল আরো একবার। ভারতে বেড়াতে এসেছিলেন আমেরিকার এক বিদেশি নি। এখানে এসে ট্রেনের মধ্যে তিনি হারিয়ে ফেলেন ব্যাগ। সেই ব্যাগ নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছিলেন এক দোকানদার তিনি সেই ব্যাগ ফিরিয়ে দিয়েছেন ওই বিদেশিনীকে।

আর এই ঘটনায় ব্যাগ ফিরে পেয়ে উচ্ছ্বসিত বিদেশিনী। তিনি চোখে জল নিয়ে ধন্যবাদ জানিয়েছেন। ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া। এমন ভিডিও দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন নেটিজেনরা। সম্প্রতি একটি instagram চ্যানেল থেকে এই ভিডিও শেয়ার করা হয়।

সেখানে দেখা যায় ওই পর্যটক আর হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধারের সমগ্র কাহিনীটি তুলে ধরেছেন। গুজরাটের একটি ট্রেনে উঠেছিলেন বলে জানান তিনি। আর সেখানেই ভুলবশত তার ওয়ালেট ফেলে নিচে নেমে পড়েন। ওয়ালেটে ছিল টাকা তার মোবাইল ফোন এতগুলো জিনিস একসাথে হারিয়ে দিশাহারা হয়ে যান তিনি।

আরো খবর: ব’দ’লে যা’চ্ছে বাংলার আবহাওয়া, এই চার জেলায় বৃষ্টির সম্ভাবনা!

সেই অবস্থায় হঠাৎ instagram এ একটি মেসেজ দেখতে পারেন। সেখানে দেখেন চিরাগ নামে এক ব্যক্তি তাকে মেসেজ করেছেন ওই ব্যাগ তিনি ফেরত দিতে চান। নিজের ঠিকানাও সেখানে মেসেজ করেন চিরাগ। এরপরই গুজরাটের ভুজে পৌঁছে যান ওই বিদেশিনি।

তিনি দেখতে পান চিরাগ একটি রেস্টুরেন্ট চালান।সেখানে হাসিমুখে চিরাগ থাকে তার ব্যাগ ফিরিয়ে দেয় যাবতীয় টাকা পয়সা এবং মোবাইল ফোন সহ। এই ঘটনায় চোখে জল চলে আসে বিদেশিনীর তিনি গোটা ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।


তিনি আরো জানান ভারত থেকে কত নেতিবাচক খবর আসে কিন্তু এই দেশেই ঘটে যায় ইতিবাচক ঘটনা যা আমরা জানতেই পারি না। সবশেষে তার একটাই কমপ্লিমেন্ট ভারত সুন্দর দেশ।