সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজের সমস্যাকে পিছনের দি’কে ঠে’লে ফে’র রিয়েলিটি শো’য়ে’র ম’ঞ্চে ফিরলেন শিল্পা শেট্টি

শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হওয়ার প্রায় এক মাস হয়ে গেছে। অভিনেত্রী সেই সময়ে বিচারক ছিলেন ডান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার 4’ এর । তবে তার ব্যক্তিগত জীবনে অশান্তির জন্য তিনি কিছুটা সময় নিয়েছিলেন। হলে সেই সময় শো থেকে বিরতি নিয়েছিলেন শিল্পা। শিল্পীরা ‘সুপার ড্যান্সার’ ‘-এ অনুপস্থিতির জন্য ইন্ডাস্ট্রির কিছু বিখ্যাত ব্যক্তিত্ব কে বিচারকের আসনে দেখা যাচ্ছিল। এ পর্যন্ত, কারিশমা কাপুর, সোনালী বেন্দ্রে, মৌসুমী চ্যাটার্জি, মালাইকা অরোরা সহ বেশ কয়েকজন তারকা হাজির হয়েছেন শো-তে।

তৃতীয়বারও রাজ কুন্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে ছাড় পেলেন না। পুলিশ হেফাজতে থাকার পরে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলেও পর্নোগ্রাফি মামলার জের তাকে মুক্তি দেওয়া হলো না। ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাজ কুন্দ্রাকে পাঠানো হলো। রাজের গ্রেফতারের পর নিজেকে পুরোপুরি সোশ্যাল মিডিয়া থেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী শিল্পা শেঠি । তার পরিবারের ওপর যেন কোন এক অজানা ঝড় নেমে এসেছিল। কিন্তু সেই সমস্ত ঝড়কে কাটিয়ে তিনি ‘সুপার ডান্সার 4’ এর সেটে ফিরিয়ে এনেছেন নিজেকে।

সুপার ডান্সার শুরু হয় ২০১৬ সালে। তখন থেকেই বিচারকের আসনে ছিলেন অনুরাগ বসু, গীতা কাপুর এবং শিল্পা শেট্টি। ২০১৬ থেকে এখন অব্দি শিল্পা কোনদিনও বিরতি নেন নি। একমাত্র তার করোনা রিপোর্ট পজেটিভ আসার শিল্পা কয়েকদিনের জন্য বিরতি নিয়েছিলেন। এরপর একদিনও নিজের কাজে ফাঁকি দেইনি। আরো একবার ১৯শে জুলাই নিজের স্বামীর গ্রেফতারের পর টিভির পর্দা থেকে থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে।

কিন্তু তিনজনের বিচারকের আসনে দুজনকে রাখা চলে না, তাই সুপার ডান্সার এর টিম কারিশ্মা কাপুর কে বিচারকের আসনে নিয়ে আসেন। এরপরে শিল্পা শেটি আবার সমস্ত কিছুকে পিছনে ফেলে কাম ব্যাক করেন। সুপার ডান্সার সকল নির্মাতারা বরাবরই চেয়েছিল শিল্পা শেট্টি তাদের শোতে বিচারকের আসনে থাকুক। কিন্তু পারিবারিক এবং ব্যক্তিগত কিছু সমস্যার কারণে শিল্পা শেঠি নিজের জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন তাদের থেকে। তবে আবারো তিনি তার স্বামীর সমস্ত ঘটনা কে পেছনে ফেলে সুপার ডান্সার এর মঞ্চে ফিরে আসেন। তার ফিরে আসার আনন্দে সকলেই তাকে অভিনন্দন জানান, যা দেখে তিনি খুবই খুশি হন এবং আবেগপ্রবণ হয়ে পড়েন।