সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এপ্রিল মাসেই আয়কর সংক্রান্ত বেশ কয়েকটি নী’তি ব’দ’লে যাচ্ছে! জেনে রাখুন

২০২৩- ২৪ অর্থ বর্ষ থেকে আয় করের বিধিতে নানান পরিবর্তন আসতে চলেছে। আয়কর স্ল্যাব এবং আয়কর রিবেটের সময়সীমা বাড়তে চলেছে। মিউচুয়াল ফান্ডে আর কোনরকম এলটিসিজি ট্যাক্সের সুবিধা পাবেন না ব্যবহারকারীরা। এপ্রিল মাসের শুরু থেকেই কার্যকর হচ্ছে নতুন কিছু নিয়ম তা না জানলে বিপদে পড়তে পারেন। ১ এপ্রিল ২০২৩ থেকে নতুন আইকর নীতি ডিফল্ট কর ব্যবস্থা হিসেবে কাজ করবে।

কর দাতারা পুরনো করের নীতি বেছে নিতে পারেন। এছাড়া বেতনভোগী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ১৫.৫ লক্ষ টাকার বেশি কর যজ্ঞ আয়ের ক্ষেত্রে নতুন এই পদ্ধতিতে স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো ৫২ হাজার ৫০০ টাকা। কর ছারের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে সাত লক্ষ। পাঁচ লক্ষ টাকা থেকে একধাপে বাড়িয়ে তা সাত লক্ষ করা হয়েছে।

কোন ব্যক্তির আয় যদি ৭ লক্ষ টাকার কম হয় তবে তাকে কর ছাড়ের ক্ষেত্রে ক্লেম করবার জন্য কোনরকম বিনিয়োগ করতে হবে না। তার সমস্ত আয় হবে করমুক্ত। কোন চাকরিজীবী ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিটেকশন যদি পেয়ে থাকেন তবে তাতে কোনরকম পরিবর্তন হবে না। যদিও যারা পেনশনভোগী তাদের ট্যাক্স ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা আরো প্রসারিত করবার ব্যবস্থা করা হচ্ছে।

আরো খবর: ফের স্টার অভিনেত্রী আ’ত্ম’হ’ত্যা করলেন, সিনে জগতে শো’কে’র ছা’য়া

শূন্য থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত শূন্য, তিন থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত ৫% এবং ৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ১০%, ৯ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কুড়ি শতাংশ, এবং ১৫ লাখ টাকার উপরে ৩০ শতাংশ পর্যন্ত স্ল্যাব পরিবর্তন করা হয়েছে।

বেসরকারি কর্মীদের ক্ষেত্রে ছুটির নগদীকরণ নির্দিষ্ট সীমা পর্যন্ত এই ছাড় দেওয়া হবে। ২০০২ সাল থেকে এখনো পর্যন্ত যাচ্ছিল ৩ লাখ টাকা এবার বাড়িয়ে তা করা হয়েছে ২৫ লাখ টাকা। এপ্রিলের প্রথমে মার্কেট লিংক ডিভেঞ্চারে বিনিয়োগ স্বল্পমেয়াদি মূলধন হিসেবে গণ্য করা হবে।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উপর স্বল্প মেয়াদী মূলধন লাভের উপর কর আরোপ করা হবে। পাঁচ লাখ টাকার উপর বার্ষিক প্রিমিয়ারের জীবন বীমা পলিসি থেকে প্রাপ্ত আয় করের আওতায় আসবে।