সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খোঁ’জ মিললো ডিজেল ভ’র্তি পুকুরের, তেল নেওয়ার জন্য গ্রামবাসী বিভিন্ন পাত্র নিয়ে হা’জি’র

বর্তমান পরিস্থিতিতে ডিজেল ও পেট্রোল সহ সমস্ত জ্বালানির দাম এমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে যে তাতে সাধারণ মানুষের অবস্থা একেবারে নাজেহাল হয়ে পড়ছে। এমতাবস্থায়, অনেকেরই মনে হচ্ছে যে নিজের একটি ডিজেল বা পেট্রোলের পুকুর থাকলে কি ভালোই না হত! তাহলে আর কোনো সমস্যাই হত না।

অনায়াসেই সেখান থেকে বিনামূল্যে পেট্রোল এবং ডিজেল ভরে নেওয়া যেত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে ডিজেল ভর্তি একটি পুকুর দেখা যাচ্ছে।

গ্রামবাসী ডিজেলের এমন অগাধ পুকুর দেখে সেখান থেকে ডিজেলও নিচ্ছে। কি অবাক হচ্ছেন! ভাবছেন ডিজেলেরও পুকুর হয়! চলুন তবে আসল ঘটনাটি জেনে নেওয়া যাক। এটি আসলে কোনো পুকুর নয়।

আরো পড়ুন: আজ দেবশয়নি একাদশী, আজ থেকেই শ্রীবিষ্ণু ৪ মাসের জ’ন্য যোগনিদ্রায় যান

এই ভিডিওটি ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার। গিদাম থানা এলাকার লাইভলিহুড কলেজের সামনে রায়পুর থেকে বাচেলির দিকে আসা একটি ডিজেল ভর্তি ট্যাঙ্কার সামনে থেকে আসা একটি বাইককে বাঁচাতে গিয়ে উল্টে যায়। ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার সাথে সাথেই হাজার হাজার লিটার ডিজেল জলের মতো বইতে শুরু করে।

আর এই ডিজেলটি একটি গর্তে জমা করার পর এটি একটি পুকুরের মতো আকার নিয়েছে এবং গ্রামবাসীরা এই ডিজেল পুকুর থেকে অবাধে জ্বালানী সংগ্রহ করতে শুরু করেছেন। বিষয়টি জানাজানি হতেই গিদাম থানার পুলিশ, ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এর উল্টে যাওয়া ট্যাংকারটি উঠানোর চেষ্টা শুরু করে।

৩ ঘন্টা ধরে ক্রেনের সাহায্যে ট্যাঙ্কারটি তোলার চেষ্টা চালানো হয়। গিদাম পুলিশের তরফে জানা গেছে যে ডিজেল ট্যাঙ্কারের চালক সঞ্জয় কুমার এবং কন্ডাক্টর রাজেশ পান্ডে এই দুর্ঘটনায় আহত। পাশাপাশি আহত বাইক আরোহীরাও। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।