সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজ্ঞানী’দের ক’পা’লে চি’ন্তা’র ভাঁ’জ! কো’ভি’ডে আ’বা’রও আ’ক্রা’ন্ত হ’চ্ছে’ন টিকা’প্রাপ্ত’রা

বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ! কোভিডে আবারও আক্রান্ত হচ্ছেন টিকাপ্রাপ্তরা

করোনা থেকে বাঁচতে প্রথমেই অবশ্যই টিকাকরণ দরকার। কিন্তু সম্প্রতি সামনে আসছে এক নতুন তথ্য। শোনা যাচ্ছে, বিস্ময়কর গতিতে টিকাপ্রাপ্তরা কোভিড আক্রান্ত হচ্ছেন। সরকারি পরিসংখ্যান অবশ্য এই তথ্য দেয়নি, তবে এ নিয়ে কিছু বিজ্ঞানীদের কপালে চিন্তার ছাপ স্পষ্ট।

আমেরিকার Centre for Disease Control and Prevention -এর প্রাক্তন অধিকর্তা টম ফ্রিডেনের দাবি, ‘আমরা কী জানি এবং কী জানি না তা নিয়ে অত ভাবলে চলবে না। যত শীঘ্র সম্ভব এই বিষয়ে নিশ্চিতভাবে জানা এবং কথা বলা আবশ্যক।’

তবে একটা ব্যাপার বিশেষভাবে লক্ষ্যণীয়, টিকাপ্রাপ্তদদের অধিকাংশই সংশয়ে ভুগছেন কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন একথা ভেবে। তাঁরা কতটা ঝুঁকিতে আছেন, যদিও সেই বিষয়টাই এখনও স্পষ্ট নয়। বুস্টার শট দেওয়া হবে কি না তা নিয়েও ভাবছেন স্বাস্থ্য আধিকারিকরা।

এরপর রয়েছে ডেল্টা সহ একাধিক ভ্যারিয়েন্টের আগমন। প্রত্যেকের সংক্রমণের ক্ষমতা ভিন্ন। এমনকি প্রতিষেধকের কার্যকারিতাও একরকম নয়। ফলে সমস্তটা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।