সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ২২ লক্ষ কিমি বেগে পৃথিবীর দিকে ধে’য়ে আ’স’ছে সৌরঝড়, চলবে না ইন্টারনেট

পৃথিবীতে ফের সংকট নেমে আসতে পারে। বৃহস্পতিবার সূর্য থেকে ২২ লক্ষ কিলোমিটার বেগে ধেয়ে আসতে চলেছে ঝড়। বিজ্ঞানীরা যাকে ‘জিওম্যাগনেটিক স্টর্ম’ বলছেন। বিজ্ঞানীরা বলছেন, সৌরচক্র অনুযায়ী সম্প্রতি অতি সক্রিয় হয়ে উঠেছে সূর্যপৃষ্ঠ। প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ বিস্ফোরণ।

বিজ্ঞানীদের ভাষায় যাকে করোনাল মাস ইজেকশন বলা হচ্ছে। আজ সেই বিস্ফোরণের ফল ভুগতে হতে পারে পৃথিবীকে। Indian Institute of Science Education and Research, Kolkata-র মতে, সূর্যপৃষ্ঠে এই ভয়াবহ বিস্ফোরণের ফলে প্রচুর পরিমাণ প্লাজমা নির্গত হচ্ছে।

সহজ কথায় এই প্লাজমা থেকেই জন্ম নিয়েছে সৌরঝড়। আজ যা পৃথিবীর পৃষ্ঠে আছড়ে পড়বে। গবেষকরা বলছেন, এই করোনাল মাস ইজেকশনের ফলে সূর্যপৃষ্ঠ থেকে সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতগুলি মহাকাশে ছড়িয়ে পড়বে।

আরো পড়ুন: কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য ভা’লো খবর, আজ এই কাজটি করলেই ৪,৫০০ টাকা লাভ হবে

প্রতি ঘণ্টায় কয়েক মিলিয়ন মাইল বেগে এক বিলিয়ন টন পদার্থ ধারণ করতে পারে এই সৌরঝড়। যা আদতে ইন্টার প্ল্যানেটারি মিডিয়ামে ছড়িয়ে গিয়ে উপগ্রহ বা গ্রহের ক্ষতি করবে।

পৃথিবীর ওপর আছড়ে পড়লে এই ঝড় ইলেকট্রিনিক্স কমিউনিকেশনের মারাত্মক ক্ষতি করতে পারে। এরফলে ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর স্যাটেলাইট ও রেডিও কমিউনিকেশন ব্যবস্থা।

কেন্দ্র বলছে, গত 28 মার্চ সূর্যের সক্রিয় অঞ্চল 12975 ও 12976 থেকে সৌর শিখাগুলি ছেড়েছে। এই শিখাগুলি এখন পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আঘাত করার কারণে করোনাল মাস ইজেকশনের বা মাঝারি ভূ-চৌম্বকীয় ঝড়ের আশঙ্কা তৈরি করেছে। সেই অনুযায়ী ৩১ মার্চ পৃথিবীর ওপর আছড়ে পড়তে পারে এই সৌরঝড়।