সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এপ্রিল মাসেই বেতন বাড়ছে, ৫০ হাজার কর্মীদের উদ্দেশ্যে বা’র্তা দি’লো Infosys

আইটি জায়ান্টের কর্মচারীদের জন্য এবার এসে গেছে নতুন সুখবর। ৫০,০০০ কর্মচারীদের এবার নতুন করে বেতন বাড়তে চলেছে, এই নতুন ঘোষণায এবার গোটা দেশের কর্মচারীদের মুখে হাসি ফোটালো। জানা গেছে যে এপ্রিল মাস থেকেই এই বেতন বাড়ার কর্মসূচি শুরু হতে চলেছে।

গত দু’বছর ধরে করোনার ফলে দেশে যেভাবে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তাতে বহু মানুষ চাকরি হীন হয়ে পড়েছে। এই রকম অবস্থায় যাতে আইটি কোম্পানি গুলো যেভাবে বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছে তাতে এক প্রকার জয়জয়কার লেগে গেছে এই কোম্পানির।

গোটা বিশ্বের তৃতীয় বৃহত্তম জায়গা দখল করে রয়েছে আইটি কোম্পানি। দ্বিতীয় স্থানে টিসিএস। তবে সম্প্রতি আইটি কোম্পানির কর্মচারীদের জন্য এসেছে নতুন সুখবর।

আরো পড়ুন: আধার-মোবাইল লিংকের ক্ষে’ত্রে সব রাজ্যকে হা’রি’য়ে দি’লো পশ্চিমবঙ্গ

বচেয়ে বড় সুখবর হল সেই সমস্ত কর্মচারীদের জন্য যারা সদ্য কাজে ঢুকেছেন। যারা সদ্য কাজে ঢুকেছেন তাদেরই এবার বেতন বাড়ানো হবে। কোম্পানির মতে নতুন যারা কাজে ঢুকেছেন তাদের বেতন বাড়ানোর ফলে উদ্দীপনা আরো বেশি পরিমাণে বাড়বে এবং কাজ করার ইচ্ছাও তাদের জাগবে।

গত বছরে ইনফোসিস ৮৫,০০০ কর্মচারীকে নিজের সংস্থা তে নিয়োগ করেছিলেন। তবে বর্তমানে ৫০,০০০ কর্মচারী আবার নতুন করে তারা নিয়োগ করবেন।

এখন প্রশ্ন যারা নতুন করে এই কোম্পানিতে যোগ দেবেন তাদের শুধুমাত্র বেতন বাড়ানো হবে নাকি আগের বছরের নিয়োগ করা কর্মীদেরও বেতন বাড়বে এ বিষয়ে যদি ইতিমধ্যে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

ইতিমধ্যেই ইনফোসিস ভারতের আইটি কম্পানিকে যথেষ্টভাবে টেক্কা দিচ্ছে। অন্যদিকে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। যারা করোনা দাপটে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন তাদের এবার অফিসে এসে কাজ করার দিন শুরু হচ্ছে।

নেট প্রোফিটের ক্ষেত্রেও বড় বড় কোম্পানিগুলো বেস লাভ করছে। ইতিমধ্যেই তাদের লাভের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৫,৬৮৬কোটি টাকা।