সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুষ্পা সিনেমার জন্য বেড়েছে লাল চন্দন কাঠের পা’চা’র! অ’প’রা’ধী’দে’র ধ’র’তে কালঘাম ছু’ট’ছে পুলিশের

সারা দেশে যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে পুষ্পা, তাতে সত্যি অবাক হয়ে গেছে সারা দেশবাসী। রমরমিয়ে এই সিনেমা ব্যবসা করে চলেছে দিনের পর দিন। সিনেমার পাশাপাশি সিনেমার গানগুলি ও ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। গত বছর থেকেই বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত পুষ্পার জ্বর আমাদের মাথা থেকে নামেনি।

এ সিনেমাতে অল্লু অর্জুন অভিনয় করেছেন চন্দন দস্যু ভূমিকায়। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে কিভাবে লাল চন্দন বেআইনিভাবে কেনাবেচা করা হয়। এই চন্দনের চোরাচালান চক্র বহুদিন ধরেই চলছে এবং যার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছেন আল্লু অর্জুন। তবে এ তো গেল শুধুমাত্র সিনেমার কথা, কিন্তু এই সিনেমা দেখার পর থেকেই হঠাৎ করে বেড়ে গেছে তাই চন্দনের চোরাবাজারি।

গত ২০ জানুয়ারি নেলোর জেলার রাপুর জঙ্গল থেকে বেশ কিছু লাল চন্দন পাচারকারীকে হাতেনাতে ধরে যে পুলিশ। এ যেন সিনেমারই বাস্তব রূপ। জানা যাচ্ছে দ্রুত অভিযুক্তদের মধ্যে তিনজন পাচারকারী রয়েছেন এবং বাকি জন রয়েছেন শ্রমিক।অনেকদিন ধরেই এই চক্র ধরার চেষ্টা করছিলেন পুলিশ। অবশেষে অন্ধ্র প্রদেশের পুলিশ হাতেনাতে ধরতে পেরেছে এই অভিযুক্তদের। সঙ্গে বেজে 45 টি লাল চন্দন কাঠ, 28 টি কুড়ুল, 31 টি মোবাইল এবং একটি গাড়ি।

উদ্ধার করা হয়েছে ৭৫ হাজার নগদ অর্থ। চোরাচালানিরা যেন এই সিনেমা দেখে আরো বেশ কিছুটা উপায পেলো কিভাবে পুলিশকে অন্ধকারে রাখা যায়। তাই এক দিক থেকে এই সিনেমা যেমন কোটি কোটি টাকার ব্যবসা করেছে তেমনি চোরাবাজারীদের সামনে খুলে দিয়েছে বড় রাস্তা ব্যবসা করার।